অবশেষে মটো জি৫এস, জি৫এস প্লাস স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করল মটোরোলা। মটো জি৫ এবং জি৫ প্লাসের পরবর্তী সংস্করণ হিসেবে নতুন এ দুটি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে মটোরোলা। মটো জি৫এস, প্লাস স্মার্টফোনের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৮১ এবং ৩৩৮ মার্কিন ডলার।
মেটাল ইউনিবডি ডিজাইনের দুটি স্মার্টফোনেরই অ্যান্ড্রয়েড ৭.১ ন্যুগাট অপারেটিং সিস্টেম চলবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ ফোনটির সামনের দিকে হোম বাটন বিদ্যমান। ফোন দুটি লুনার গ্রে এবং গোল্ড সংস্করণে বাজারে আসবে।
মটো জি৫এস স্মার্টফোনে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনসহ ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে বিদ্যমান। এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর আছে। ফোনটিতে ৩জিবি র্যাম এবং ৩২জিবি ইনবিল্ট স্টোরেজ আছে যা আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এলইডি ফ্ল্যাশ, পিডিএফসহ স্মার্টফোনটির পিছনে ও সামনের ক্যামেরা যথাক্রমে ১৬ ও ৫ মেগাপিক্সেল। ফোরজি এলটিই সমির্থত স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বিদ্যমান। এটি টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থণ করে। এর ফলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই মোবাইল হয়ে উঠবে ফুল চার্জ।
মটো জি৫এস প্লাস স্মার্টফোনে ৫.৫ ইঞ্চি ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে বিদ্যমান। ফোনটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর আছে। ফোনটি ৩জিবি র্যাম/৩২জিবি স্টোরেজ এবং ৪জিবি র্যাম/৬৪জিবি স্টোরেজে দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে আসবে। তা ছাড়া আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে। এই স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল সেন্সরের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এলইডি ফ্ল্যাশসহ ফোনটিতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এতে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
মটো জি৫এস স্মার্টফোনটি ডুয়াল সিমে নির্ধারিত বাজারে পাওয়া যাবে। অন্যদিকে জি৫এস প্লাস স্মার্টফোনটি একটি মাত্র সিমে বাজারে আসবে।