লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

মার্ক জুকারবার্গঃ সর্বকনিষ্ঠ বিলিয়নিয়র।

জুকারবার্গ কে চিনে না জানে না এমন কেউ মনে হয় পৃথিবীতে নাই। এইতো ১৪ ই মে ২০১৭ তে তার ৩৩ তম জন্মদিন গেলো। ২০১৭ এর ফোর্বস এর লিস্টে তিনি টপ ৫ ধনীর তালিকায় জায়গা করে নেন। তার সর্বমোট সম্পদের পরিমাণ ৬২বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যা পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশী। 

মার্ক জুকারবার্গের ১০টি অজানা তথ্য: 
১: কম্পিউটার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বাড়ির পাশে ‘মার্সি কলেজ’ থেকে, কিন্তু তখনও তিনি হাই স্কুল শেষ করেন নাই।
২: AOL, মাইক্রোসফট এর মত কোম্পানী তাকে জব অফার করে হাই স্কুল পাশ করার আগেই, কিন্তু তিনি সবাইকে না করে দেন। 
৩: তিনি প্রথম ফেসবুক লঞ্চ করেন তার হার্ভার্ড ইউনিভার্সিটির হোস্টেল থেকে।
৪: তিনি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে থাকতে ড্রপ দেন, ফেসবুক নিয়ে কাজ করার কারণে। সেই গ্র্যাজুয়েশন তিনি শেষ করেন ২০১৭ সালে।
৫: তার উপর একটু বায়োগ্রাফী মুভি নির্মিত হয়, যার নাম ‘The Social Network.’
৬: তিনি ফেসম্যাশ নামে একটি প্রোগ্রাম তৈরী করেন, যা হার্ভার্ড ইউনিভার্সিটির দুই ছাত্রের ছবির মাধ্যমে কম্পেয়ার করতে পারত এবং ইউনিভার্সিটির ছাত্ররা ভোট দিতে পারত কে বেশী আকর্ষণীয় বা আবেদনময়ী। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অযৌক্তিক বলে বন্ধ করে দেন।
৭: জুকারবার্গের সবচেয়ে কাছের বন্ধু ছিলো ‘সন পার্কার’ যিনি Napster এর কো-ফাউন্ডার, যিনি একইসাথে ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রধান।
৮: ফেসবুকের ১.২ মিলিয়ন স্টক শেয়ার এবং ২০ মিলিয়ন নগদ টাকা মূল্যে পৌছায়।
৯: স্টিভ জবস এর মত জুকার্বার্গ এরও বার্ষিক বেতন ১ ইউএস ডলার।
১০: ২০১০ এবং ২০১৩ তে জুকারবার্গ টাইম ম্যাগাজিন এর "Person of the Year" নির্বাচিত হন। ২৮ বছর বয়সে তিনি সবচেয়ে কম বয়সী সিইও এর লিস্টে জায়গা করে নেন।