ফেসবুক হচ্ছে বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম , মেলো পার্ক ক্যালিফোর্নিয়ায়
এর প্রধান কার্যালয় অবস্থিত । এটি ২004 সালে চালু করা হয়েছিল। আজকের সামাজিক ও সামাজিক মিডিয়াতে,
বিশ্বব্যাপী ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এর কার্যক্রম কেবলমাত্র সক্রিয় ব্যবহারকারীর
অ্যাকাউন্টের উপর নির্ভর করে। ফেসবুকের এই অবস্থান সম্পূর্নই তাদের ব্যাবহারকারীর জন্যই হয়েছে। ফেসবুক
শুধুমাত্র সামাজিক যোগাযোগই না এর মধ্যে যুক্ত করেছে অসংখ্য ব্যাবসা প্রতিষ্ঠান ,অসংখ্য মানুষ সামাজিক
যোগাযোগ ছাড়াও একে তাদের উপার্যনের অংশ হিসেবে নিয়ে নিয়েছে । স্বল্প বিনিয়োগে আপনার ব্যাবসা বাড়িয়ে
তুলতে এবং সহজেই অধিক মানুষের কাছে নিজের পন্য মার্কেটিংয়ে ফেসবুক অনন্য। ২017 সালের মার্চে
সিএনএনএর মতে, ফেসবুকের 1.94 বিলিয়ন এমইউ (মাসিক সক্রিয় ব্যবহারকারী)যা বিশ্বের জনসংখ্যার
প্রায় ২5.86% এবং 1.28 ডিএইউ (দৈনিক সক্রিয় ব্যবহারকারী)। এটিকে সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক
ঘোষণা করেছে,সম্পুর্ন ফেসবুক যদি একটি দেশ হত এবং এর ব্যবহারকারী যদি দেশের বাসিন্দা হত তবে
এটি (চীন 1.3 বিলিয়ন) বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হত ।
ফেসবুকের ঘটনা এবং পরিসংখ্যান
১) বিশ্বব্যাপী, মাসিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা: ২ বিলিয়ন
২) মোবাইল মাসিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা: 1.66 বিলিয়ন
৩) ডেস্কটপ দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সর্বমোট সংখ্যা: 1.18 বিলিয়ন।
৪) মোবাইল দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের মোট সংখ্যা: 1.57 বিলিয়ন।
৫) ফেসবুকের ব্যবহারকারীদের মধ্যে 46% পুরুষ এবং 54% নারী।
৬) মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে ভিজিট করা পাঁচটি ওয়েবসাইটের একটি হল ফেসবুক ।
৭) ফেসবুকে প্রতিদিন গড়ে ব্যয় করা হয় ২0 মিনিট যা গড় বছরে 600 ঘণ্টা প্রায়।
৮) ফেসবুকে প্রতি সেকেন্ডে প্রায় 8 জন ব্যবহারকারীর যোগদান করে। যা প্রতি
15 মিনিটের 7,246 জন মানুষ প্রায় ।
৯) ইন্টারনেট ব্যাবহারকারী প্রায় 75% পুরুষ এবং 83% নারীই ফেসবুক ব্যাবহার করে ।
১০) 65 মিলিয়ন এখন ফেসবুক পেজ আছে।
১১) প্রতি 60 সেকেন্ডে 3,000,000 পোস্ট হয়, 243,000 ছবি আপলোড করা হয় এবং 3,125,000
টি রিএক্ট দেয়া হয় হয়।
১২) বর্তমানে 101 টি ভাষায় ফেসবুক পাওয়া যায়।
১৩) ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এককভাবে প্রায় 60 বিলিয়ন বার্তায় বার্তা পাঠায়,
বিশ্বব্যাপী পাঠানো সাধারণ এসএমএসের সংখ্যা 3 গুণ।
১৪) ফেসবুকের 18 থেকে ২9 বছরের অনলাইন ব্যবহারকারীর 87%
১৫) ফেসবুকের মোট আয় থেকে 80% বিজ্ঞাপন থেকে আসে, এবং ভার্চুয়াল গেম থেকে ২0%।
১৬) এর শেষে রিপোর্ট অনুযায়ী, ফেসবুকের রাজস্ব আয় $ 8.03 বিলিয়ন