মানব দেহ সব চেয়ে জটিল একটি শরীর বৃত্তীয় সংগঠন। মানুষ সৃষ্টির সেরা জীব। তবে চিকিৎসা বিজ্ঞান মানুষের শরীরের বিষয়ে অনেক তথ্য পেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো মানব দেহ অজানা রহস্য ঘেরা।
- আমাদের জিহ্বা হলো আমাদের মানবদেহের সবথেকে শক্তিশালী পেশী।
- আমাদের জিহ্বায় মোট ৩০০০ টি টেস্ট বাড রয়েছে, যার সাহায্যে আমরা স্বাদ পেয়ে থাকি।
- প্রতি বছর আমরা প্রায় ১৫০০ টি স্বপ্ন দেখে থাকি।
- আমাদের চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন।
- নবজাতক শিশুরা কালার ব্লাইন্ড হয় অর্থাৎ তারা শুধু সাদা এবং কালো রঙ দেখতে পারে।
- আমাদের মস্তিষ্ক দিন থেকে রাতে বেশী সক্রিয় থাকে।
- আমাদের মস্তিস্কের ৮০ ভাগই পানি। - বাম মস্তিষ্ক আমাদের দেহের ডান সাইডকে নিয়ন্ত্রণ করে এবং ডান মস্তিষ্ক বাম সাইডকে নিয়ন্ত্রণ করে।
- ৫.১ বছর বয়স পর্যন্ত মস্তিষ্ক দ্রুত বাড়তে থাকে।
- আমাদের মানবদেহে প্রায় ১০০০০ ট্রিলিয়ন কোষ রয়েছে।
- মাত্র ২০ সেকেন্ডে একটি লোহিত কণিকা আমাদের পুরো দেহ পরিভ্রমণ করে ফেলে।
- আমদের চুল এবং নখ মৃত্যুর পরেও লম্বা হতে পারে।
- আমরা প্রায় ২০ দিন খাবার না খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু পানি পান না করে আমরা ২ দিনের বেশী বাঁচতে পারবো না।
- বিজ্ঞানীরা বলেন যে, যার মেধা যত বেশী সে তত বেশী স্বপ্ন দেখে।
- রক্তের ভেসেলের দৈর্ঘ্য প্রায় ৯৭০০০ কিলোমিটার।
- আমরা ৫০০০ ধরণের ঘ্রাণ মনে রাখতে পারি।
- রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয়।
- আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।