লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

আপনার কম্পিউটারে দেখুন অ্যান্ড্রয়েড মোবাইল এর সব নোটিফিকেশন

অনেক সময়ই কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আমাদের মোবাইল চার্জে থাকে বা অন্য কোথাও দূরে থাকে কিংবা কম্পিউটারে এতটা মগ্ন থাকি যে আমাদের মোবাইলের কল , মেসেজ বা অন্যান্য নোটিফিকেশন গুলো মিস হয়ে যায়।





 অনেক সময়ই অনেক গুরুত্বপূর্ন নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার কারনে অনেক দুঃখজনক ব্যাপার ঘটে।

 আপনার গুগল ক্রোম বা ফায়ারফক্স এ " Desktop Notification 
For Android " নামের Addon অথবা Extension টি লাগান। 

গুগোল ক্রোম এর জন্য যা করতে হবেঃ






১। Extension ডাউনলোড করার পর ওপেন করুন,
২। Gmail একাউন্ট দিয়ে লগ ইন করুন যেটা আপনার এন্ড্রয়েড ফোনে সেট করা আছে। 
৩। এখন যে পেইজ টা আসবে এটাতে নিচের ছবির মত তিনটাতেই টিক মার্ক দিন। 
৪। এবার আপনার ফনে ইনষ্টল করা এপ টি ওপেন করুন। 
৫। সেটংস এ যান এবং Desktop Notification এর পাশে টিক মার্ক দিন। 






৬। এবার বেক করে নিচে দেখুন Gmail এ লগ ইন দিতে বলেছে, সেখানে ক্লিক করে আপনি আপনার ফোনের যে 
ইমেইল টি আছে সেটা সিলেক্ট করুন।






গুগোল ক্রোম ডাউনলোড  

লিঙ্কঃ https://goo.gl/0O5TY4


ফায়ারফক্স এর জন্যঃ





১. Addons টি ওপেন করার পর সেটিংস এ ক্লিক করুন।
২. নিচে কোড দেওয়ার একটা জায়গা পাবেন ( ছবিতে দেওয়া আছে )
৩. ফোনের এপ টি ওপেন করুন। আগের মতই সব করুন



লিঙ্কঃ https://goo.gl/HvlTSn 



ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ফোনের যত নটিফিকেশন আসবে সব ই আপনার কম্পিউটারে দেখাবে।আপনি চাইলে টেষ্ট বাটন টায় ক্লিক করে কাজ করছে কিনা টেষ্ট করে দেখে নিতে পারেন।