লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

এন্ড্রয়েড ৭ নোগাটের সুবিধা সমুহ

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বর্তমানে যে আপ-টু-ডেট ভার্সন চলছে, সেটি হচ্ছে নোগাট। এন্ড্রয়েড ৭ নোগাট ওএসে গুগল
আকাঙ্ক্ষিতভাবেই বেশ কিছু নতুন ফিচার দিয়েছে। এগুলো এন্ড্রয়েড ৭ চালিত ডিভাইসকে আরও ভালোভাবে চলতে সাহায্য করে।



ক্লিয়ার অল

ফোনের র‍্যাম ক্লিন করলে ফোনের গতি বৃদ্ধি পায়। অনেকেই স্মার্টফোনের র‍্যাম ক্লিয়ার করার জন্য থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেন।
 সেসব অ্যাপ নিজেও কিন্তু র‍্যাম দখল করে বসে থাকে! যদিও বিভিন্ন ফোন কোম্পানি র‍্যাম ক্লিন করার অপশন কাস্টম উপায়ে এন্ড্রয়েডে
দিয়ে দেয়, তবে এবার গুগল নিজেই এই সুবিধাটি তৈরি করে দিয়েছে। হোম অথবা অপশন বাটন চেপে সকল
ওপেন অ্যাপের প্রিভিউ দেখা যায়।



ডেটা সেভার

এই ফিচারটি মোবাইল ডেটা ব্যবহারকারীদের জন্য আশীর্বাদস্বরূপ। মোবাইল ডেটার এমনিতেই যে দাম, তার উপর যদি আবার
ব্যাকগ্রাউন্ডে কাটতে থাকে তাহলে একাউন্ট ফাঁকা হতে বেশি সময় লাগবেনা। গুগল এটা জানে। আর তাই তারা এন্ড্রয়েড ৭ অপারেটিং
 সিস্টেমে ডেটা সেভার অপশন দিয়েছে। সেটিংস মেন্যুতে গিয়ে ডেটা ইউসেজ > ডেটা সেভার অপশন চালু করলে আপনার
মোবাইলের ব্যাকগ্রাউন্ড সেলুলার ডেটা আর ব্যবহৃত হবেনা। অবশ্য কিছু অ্যাপকে আপনি এই অবস্থায়ও ডেটা ব্যবহারের পারমিশন
 দিয়ে রাখতে পারবেন। এরকম কাছাকাছি একটি ফিচার এর আগেও এন্ড্রয়েডে ছিল, তবে সেটা এতটা ফ্লেক্সিবল ছিলনা।

সহজেই মেসেজের রিপ্লাই

এন্ড্রয়েডের ষষ্ঠ ভার্সন পর্যন্ত ফোনে নতুন কোনো মেসেজ (এসএমএস বা ফেসবুক মেসেজ কিংবা ইমেইল) পেলে সেই মেসেজ অ্যাপ
 ওপেন করে তারপর রিপ্লাই দিতে হত। এন্ড্রয়েড ৭ নোগাটে মেসেজের রিপ্লাই দেয়া খুবই সহজ করা হয়েছে। মেসেজ আসার যে
নোটিফিকেশনটি দেখানো হয়, সেই নোটিফিকেশনের সাথেই রিপ্লাই বাটন দেয়া থাকে, ফলে আপনি মেসেজ পেয়েই নোটিফিকেশন
প্যানেল থেকে সরাসরি মেসেজের উত্তর দিতে পারবেন।

নোটিফিকেশন ম্যানেজমেন্ট

নির্দিষ্ট কোনো অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে রাখতে চাইলে ফোনের নোটিফিকেশন প্যানেলে সেই অ্যাপের আসা নোটিফিকেশন
কার্ডের উপর প্রেস করে কয়েক সেকেন্ড রাখলেই অ্যাপটির জন্য নোটিফিকেশন সেটিংস আসবে। সেখান থেকে আপনি এর নোটিফিকেশন
 সাইলেন্ট, ব্লক বা ফ্রি করে রাখতে পারেন।

ডিসপ্লে সাইজ

স্টক এন্ড্রয়েড ফোনে এতদিন আপনি শুধু স্ক্রিনের লেখার সাইজ ছোট-বড় করতে পারতেন। কিন্তু স্ক্রিনের অন্যান্য বিষয়বস্তু যেমন
আইকন, কার্ড প্রভৃতির সাইজ কমানো-বাড়ানো যেতনা। এন্ড্রয়েড নোগাট সংস্করণে আসছে ডিপিআই
স্কেলিং যা অনেকটা জুম করার মত।

নাইট মুড

রাতে এন্ড্রয়েড ডিভাইস ব্যবহার করার সময় স্ক্রিনের আলো যাতে চোখে না লাগে সেজন্য স্টক এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই
যুক্ত হল নাইট মুড। কোনো কোনো ফোন নির্মাতা অবশ্য নিজেদের ডিভাইসের নাইট মুড ফিচার যুক্ত করে দিয়েছে আগে থেকেই,
 তবে এন্ড্রয়েড নোগাট ভার্সনে এটা বিল্ট-ইন রয়েছে।