লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

আসছে অ্যান্ড্রয়েড ওরিও , চলুন দেখে আসি, নতুন কী আছে?

সেছে নতুন অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম, নাম ‘ওরিও’ বা ‘অ্যান্ড্রয়েড ও’। গত সোমবার গুগল তাদের এই নতুন সিস্টেমের বিষয়ে ঘোষণা দেয়। এতে পুরোনো সংস্করণ অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট থেকে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিওতে উন্নীত হলো অপারেটিং সিস্টেমটি। 


যখন যুক্তরাষ্ট্রের আকাশে সূর্যগ্রহণ বিশাল এক ইংরেজি ‘ও’ বর্ণ সৃষ্টি করেছে, তখন গুগল ঘোষণা করল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যার ইংরেজি বানানের প্রথম বর্ণ শুরু সেই ‘ও’ দিয়েই। সে যাই হোক, বিজনেস ইনসাইডারের সৌজন্যে চলুন আমরা জেনে আসি, কী কী নতুন ফিচার থাকছে নতুন এই অ্যান্ড্রয়েড সিস্টেমে। 

১. অবশেষে অ্যান্ড্রয়েড স্ট্যাটাস বারে ব্যাটারির শতকরা হিসাব নিয়ে ফিরছে অ্যান্ড্রয়েড ওরিও। যদিও এর আগে গুগল ব্যাটারির শতকরা হিসাব দিয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা আবার উঠিয়ে নেয় গুগল কর্তৃপক্ষ। 

২. দ্রুত বুট আপ দেওয়ার সুযোগ থাকছে অ্যান্ড্রয়েড ও’তে, যা আপনার গোটা অ্যাপ ও ব্যাটারির জীবনের প্রতি ইতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসবে। 

৩.অ্যান্ড্রয়েড ও’তে থাকছে ‘পিকচার ইন পিকচার’ ফিচার। যার ফলে একই সঙ্গে ভিডিও দেখা ও ভিডিও চ্যাটের সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। 
 কোনো কিছু কাট বা কপি করার জন্য এখন আর গোটা নাম বা লেখা নির্বাচন করার দরকার নেই। কারণ ‘ওরিও’ বা অ্যান্ড্রয়েড ৮-এ রয়েছে ‘স্মার্ট টেক্সট সিলেকশন’ ফিচার। ফলে গোটা টেক্সটটির আগে ও পেছনে স্পর্শ করলেই নির্বাচিত হয়ে যাবে লেখাটি। 

৪. ‘স্মার্ট টেক্সট সিলেকশন’ শুধু যে টেক্সট কপি বা কাট করবে তা নয়; বরং ফোনের যেকোনো অ্যাপ বা ফিচার এটি ব্যবহার করে ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি এই ফিচারের সাহায্যে কম সময়ে কপি ও কাট করতে পারবেন। 


৫. ‘গুগল প্লে প্রোটেক্ট’ নামে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড ওরিওতে। যেকোনো ধরনের ক্ষতিকর ফাইল বা নিরপত্তা বিঘ্নিত করে এমন কিছু থেকে আপনার মোবাইলকে দেবে যথাযথ সুরক্ষা। 

৬. নতুন এ অপারেটিং সিস্টেমে রয়েছে ‘গুগল অটো ফিল ফিচার’। ফলে যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার আইডি পাসওয়ার্ড রেখে দিলেই প্রতিবার ঢোকার সময় সেগুলো আর পুনরায় টাইপ করতে হবে না।