লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

খুব তাড়াতাড়ি আসছে Bluetooth এর নতুন সংস্করণ

স্বল্প দূরত্বে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা ট্রান্সফারের জনপ্রিয় তারহীন প্রযুক্তি ব্লুটুথ। স্মার্টফোন, স্মার্টওয়াচ থেকে শুরু করে তারহীন স্পিকার সেটসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। ব্লুটুথের সর্বশেষ সংস্করণ ব্লুটুথ ৪ দশমিক ২ বাজারে ছাড়া হয় ২০১৪ সালে। সামনেই ব্লুটুথের আরেকটি সংস্করণ ব্লুটুথ ৫ বাজারে ছাড়া হবে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনিডিটিভি।
নতুন সংস্করণে গতি বাড়বে প্রায় দ্বিগুণ আর ব্লুটুথের রেঞ্জ ক্ষমতা বাড়ানো হবে আগের তুলনায় চারগুণ। এ ছাড়া যোগ করা হচ্ছে লো-এনার্জি মোড। নতুন সংস্করণের ফ্রিকোয়েন্সি থাকবে আগের মতোই ২ দশমিক ৪ গিগাহার্জের।
ব্লুটুথ প্রযুক্তির এই সংস্করণ বা মান ঠিক করে থাকে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাংসহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এই গ্রুপের সদস্য। ৩০ হাজারেরও বেশি সদস্য রয়েছে এই গ্রুপে। এসআইজির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর ছয় মাসের মধ্যে ডিভাইসগুলোতে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করা যাবে। সে হিসেবে ধারণা করা যায় আগামী বছরের মাঝামাঝি নাগাদ বিভিন্ন ডিভাইসে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।
সংগৃহীত