ইন্টারনেট ব্যাবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সময় বা একাউন্ট খোলার সময় একটি ছবি দেখে তার লেখাগুলো বক্সে লেখে দিয়ে থাকেন
কিছু কিছু ক্ষেত্রে আবার পাজেলের মত কিছু আসে সেখানে গাড়ির ছবি , দোকানের ছবি ,স্ট্রিট সাইন মিলাতে দেয়া হয় , এগুলোকে বলা হয় ক্যাপচা।
ক্যাপচা কি? কেন দেয়া হয় এই ক্যাপচা?
বিভিন্ন ব্লগ না অন্য সাইট গুলোতে স্প্যামাররা স্প্যামিং করে থাকে নির্দিষ্ট কিছু এপস ব্যাবহার করে ঘন্টায় কয়েকহাজার স্প্যাম কমেন্ট করা যায় ।
"Captcha" শব্দের পূর্ণরূপ হচ্ছে "Completely Automated Public Turing test to tell Computers and
Humans Apart” বিভিন্ন সফটওয়্যার বা রোবট ওয়েবে স্প্যাম ছড়ানোর কাজ করে ক্যাপচা হল তার প্রতিরোধক , কারন ক্যাপচা সঠিক ভাবে ফিলাপ না করলে তা সাইটে প্রবেশ করতে দেয় না বা রেজিস্ট্রেশন করতে দেয় না , ক্যাপচাতে থাকে ছবি , ঢেউ দেয়া সংখ্যা যা দিয়ে রোবট কেন মানুষের ও মাঝে মাঝে নির্ণয় করতে কষ্ট হয়ে পরে কারন রোবট ছবির কোন ফাইল রিড করতে পারে না ,
ক্যাপচা সঠিক ভাবে পুরন করলেই সার্ভারে সাইটটি নিশ্চিত বার্তা পাঠায় যে সাইটে প্রবেশকারী কোন রোবট নয় , মানুষ , কোন কোন ওয়েব সাইট এখন আবার অডিও ক্যাপচা সেট করছে সেখানে অডিওতে বলা নাম্বার শুনে শুনে টাইপ করতে হয় ।
ক্যাপচা দিয়ে আয় ও এ নিয়ে কিছু কথাঃ
ক্যাপচা পূরন করে আয় করা সম্ভব তবে তাতে সময় ও শ্রম প্রচুর ব্যয় হয় , অনেকে তো বলে ক্যাপচাপুরনের থেকে রিকশা চালানো ভাল , আয় বেশী হবে । তো সেদিকে আর না যাই
শুধু ক্যাপচা পুরন করলে যারা টাকা দিবে তাদের কি লাভ ?
মূলত স্প্যামারদের ঠেকাতে ক্যাপচা সল্ভিং এর প্রয়োজন পড়েছিল , তাই বলে কি স্প্যামাররা বসে থাকবে নাকি? একেক জন ক্যাপচা পুরনের কোম্পানী খুলে বসল , ফলে একজন ইউজার যে ক্যাপচাটি ফিলাপ করছে তা তাদের ডাটাবেজ এ সংরক্ষিত হচ্ছে , ফলাফল সরুম স্প্যামিং এর সময় কোন ক্যাপচা আসলে ডাটাবেজ থেকে সেই সল্ভিং টি কাজে লাগিয়ে দেয়া হচ্ছে । এছাড়াও আরেক গ্রুপ আছে , ক্যাপচা সাধারনত অটোমেটেড উপায়ে তৈরী হয় তাই সবসময় মানুষের পক্ষে ক্যাপচা সঠিক ভাবে ফিলাপ করা সম্ভব হয় না , এইরকম কঠিন ক্যাপচা গুলো চিহ্নিত করতেও অনেক সময় ক্যাপচা পুরনের কাজ দেয়া হয় ।আজকাল ক্যাপচা পুরনে মোবাইল এন্ড্রয়েড এপস ও আছে , অনেকে মোবাইলের এপস দিয়েও ক্যাপচা পুরন এর কাজ করে
ক্যাপচা পুরনে খুব একটা লাভবান হয়েছেন এমন লোক আসলে দেখিনি তাই বলে ক্যাপচা ফিলাপ করে যে কিছুই পাওয়া যায় না তা তো আর না । নাই মামার থেকে কানা মামা ভাল , তাই অভিজ্ঞতার জন্য কিছুদিন করতেপারেন , তবে পারমানেন্ট কাজের চিন্তা না করাই ভাল । তবে সাইট নির্বাচনের ক্ষেত্রে সাবধান , কারন অনেক সাইটই আপনাকে দিয়ে কাজ করিয়ে আপনাকে আর পেমেন্টই করবে না । তাই যাই করবেন আগে ইন্টারনেট বা পরিচিত যারা করছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিবেন ।