লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

পুরাতন স্লো কম্পিউটারকে নতুনের মত ফাস্ট করুন।

কম্পিউটার ব্যাবহারকারীদের মধ্যে হতাশার  যে জিনিসটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হল কম্পিউটার স্লো হয়ে যাওয়া ।
 কিছু  অসতর্কতার কারনেই কম্পিউটার স্লো হয়ে যায় , বেশ কিছু নিয়ম মেনে চললে কম্পিউটারকে আবার  প্রায় নতুন অবস্থার    মত দ্রুত করা যায় ।





১) অধিকাংশ ব্যাবহারকারী যন্ত্রের প্রতি অযত্নশীল , মাসে অন্তত ১ বার আপনার কম্পিউটারটি পরিষ্কার করুন।
২) কোন প্রকার থার্ডপার্টি  থিম ইনস্টল করবেন না , কারন এতে কম্পিউটার তার পূর্বের  পার্ফরম্যান্স দেখাতে  পারে না।
৩) ঘড়ি-ক্যালেন্ডার-আবহাওয়াসংবাদ প্রদানকারী সফটওয়্যার থেকে বিরত থাকুন।
৪) বার বার রিফ্রেশ দেয়ার কোন প্রয়োজন নেই , তবে পিসি স্লো মনে হলে  স্টার্ট মেনুতে গিয়ে tree লিখে  enter প্রেস     করুন
৫)  মাঝে মাঝে বিভিন্ন ড্রাইভের প্রোপার্টিস এ গিয়ে ডিস্ক ক্লিন করুন।
৬) সি ড্রাইভ কখনো বেশি লোড দিবেন না , অপ্রয়োজনীয় জিনিস প্রয়োজনে অন্য ড্রাইভে রাখুন।
৭) রিসাইকেল বিন পরিষ্কার রাখুন এবং যে সফটওয়্যারের দরকার নেই সেগুলো আনইনস্টল করে দিন।
৮) স্টার্ট মেনু থেকে run এ যান  নিম্নোক্ত শব্দ গুলো একবার করে লিখে এন্টার দিন ,
নতুন উইন্ডে যা আসবে সব ডিলেট করে দিন ,যেগুলো ডিলেট হবে না স্কিপ করুন।


 temp , %temp%  , prefetch , recent , cookies

৯) ২ টি এন্টিভাইরাস কখনোই একসাথে ব্যাবহার করা যাবে না
১০)  মাঝে মাঝে ব্রাউজারের হিস্ট্রি কুকি রিমুভ করুন।

প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস / ট্রিকস সহ লেখা গুলো পড়তে চাইলে এখানে ক্লিক করুন। Click here