লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

কম্পিউটারে কীভাবে যেকোনো ফাইল হাইড করবেন এবং হাইড ফাইল শো করবেন

বিভিন্ন প্রয়োজনে আমাদের নিজের কম্পিউটার বা ল্যাপটপ এ গুরুত্বপূর্ণ ফাইল থাকে । চলুন দেখা যাক কীভাবে যেকোনো 

ফাইল হাইড করবেন  বা হাইড ফাইল খুঁজে পাবেন 


যে ফাইল/ফোল্ডারটি হাইড করতে চান সেই ফাইল/ফোল্ডারটির ওপরে রাইট ক্লিক করে এবং সেখান থেকে একদম নিচের অপশনটি Properties এ ক্লিক করতে হবে।



 Properties এ ক্লিক করার পরে নিচের মত একটি মেসেজ আসবে  যেখান থেকে Hidden নামের অপশনটিতে টিক দিতে এবং Apply এরপরে ok ক্লিক করতে হবে। 



তাহলে ফোল্ডারটি ওখান থেকে অদৃশ্য হয়ে যাবে। দেখুন ফোল্ডারটি দেখা যাচ্ছে না।



এখন প্রশ্ন হলো কিভাবে ওই ফোল্ডারটি আনহাইড করা যাবে?


 এ জন্য যে কোনো একটি ফোল্ডার  ওপেন করে উপরে Tools থেকে Folder Options এ ক্লিক করতে হবে, অথবা Start>Control panel>Folder Option ওপেন করতে হবে।



সেখানে View ট্যাবটি ক্লিক করুন সেখানে Show Hidden files and folders নামে একটি অপশন আছে। সেটি সিলেক্ট করে ওপেন করুন। তাহলে দেখা যাবে সেই হিডেন ফাইলটি সেখানে হালকাভাবে শো করছে (যেখানে ফাইলটি হিডেন করা ছিল) ।



এ ফাইলটিকে আবার আগের মত করতে, ফাইলটির উপরে রাইট ক্লিক করুন এবং Properties থেকে Hidden এর টিকটি উঠিয়ে দিন। অবশেষে Apply, ok করতে হবে। তাহলে হিডেন ফাইলটি দেখা যাবে।