ব্রিটিশ জুয়েলার Stuart Hughes যিনি সাধারনত বিভিন্ন জনপ্রিয় প্রযুক্তি পন্যের দামী ভার্শন তৈরি করে থাকেন, এবার তৈরি করলেন একটি আইফোন ৪ যার দাম প্রায় ৮ মিলিয়ন ডলার! এই আইফোন এর পাতলা ফ্রেমে যুক্ত রয়েছে প্রায় ৫০০টি হীরা যা ১০০ ক্যারেটের বেশি। এর পেছন দিকেও রয়েছে ৫৩টি হীরা। এর মূল নেভিগেশন বাটনটি প্লাটিনামের তৈরি এবং এতে যুক্ত রয়েছে ৭.৪ ক্যারেটের একটি গোলাপী হিরা।
এর আগে তিনি তৈরি করেছিলেন হিরা এবং স্বর্ন দিয়ে বাধাঁই করা একটি ম্যাকবুক এয়ার যার মূল্য প্রায় ৩,৫৩,০০০ ডলার। এগুলো ছাড়াও ব্যাকবেরী, আইপ্যাড, নকিয়া ইত্যাদি পন্যের হীরে এবং স্বর্ন খচিত রুপ তৈরি করেছিলেন।
৮ মিলিয়ন ডলারের এই আইফোন তৈরি হবে মাত্র ২টি। আর একটি যদি আপনি কিনতে পারেন, তাহলে আপনার প্রতিদ্বন্দী থাকবে মাত্র একজন আর কোন পার্টিতে মূল আলোচনার বিষয় থাকবেন আপনি, কারন একই ধরনের আরেকটি ফোন নিয়ে পার্টিতে অন্য কেউ থাকার আশংকা একেবারেই নেই।