লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

আপনি জানেন কি ?





আপনি জানেন কি ??????

১)গুগলের সার্চ ইনডেক্সের আকার ১০ কোটি গিগাবাইটেরও বেশি। কেউ যদি ব্যক্তিগতভাবে এই তথ্য জমা রাখতে চান, তবে তাঁর এক টেরাবাইট আকারের এক লাখ হার্ডড্রাইভের দরকার হবে।

২)ফেসবুক এমন একটি ওয়েবসাইট যার নামে মানসিক রোগ এর নাম রয়েছে , Facebook Addiction Disorder (FAD) , কয়েকটি দেশে এই রোগ নিরাময়ের জন্য নিরাময় কেন্দ্র আছে।

৩)লিন্যাক্স এর উদ্ভাবক লিনুস বেনেডিক্ট ঘুরতে গিয়ে পেঙ্গুইনের ঠোকর খেয়েছিল , সেখান থেকেই সে তার লিন্যাক্স এর লোগো হিসেবে ঠিক করে ফেলেন একটি নাদুস নুদুস পেংগুইন

৪)বায়লোজির শিক্ষার্থীরা কালার ব্লাইন্ড কথাটির সাথে পরিচিত , মার্ক জাকারবার্গ ও কিন্তু কালার ব্লাইন্ড , লাল সবুজ ধরতে সমস্যা হয় , তবে নীল রঙ বেশ ভাল দেখতে পান , এজন্যই অনেক কিছু চেঞ্জ করলেও ফেসবুকের রঙ নীল সাদাই রয়ে গেছে ।

৫)গুগল ও গুগলের নামের আশপাশে থাকা অনেক ডোমেইন কিনে রেখেছে গুগল। গুগল লিখতে ভুল হলেও যে ডোমেইন নামগুলো পাওয়া যায়, তারও মালিক গুগল। যেমন গুওগল , গগল  প্রভৃতি। গুগল  ৪৬৬৪৫৩ ডোমেইনটিও নিয়ে রেখেছে।

৬)কোরীয়ান কোম্পানী স্যামসাং এর নামেটি কিন্তু কোরীয়ান ভাষাতেই আর  এর অর্থ হচ্ছে থ্রী স্টার বা তিন তারকা 

৭)স্যামসাং এর মোট কর্মী সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার , যা এপল, গুগল ও মাইক্রোসফট এর সম্বিলিত সংখ্যার চাইতেও বেশি।

৮)যতই দা কুমড়া সম্পর্ক থাকুক কথিত আছে যে  স্যামসাং-এর তৈরি কম্পিউটার চিপ হচ্ছে আইফোন-এর চালিকাশক্তি৷

৯)ফেসবুকের সবচেয়ে ছোট একাউন্ট ইউ আর এল বলতেপারেন জাকারবার্গের আইডি কে , ইউআরএলের শেষে /4 লিখলেই আপনি পৌঁছে যাবেন প্রোফাইলে। লিঙ্কঃ http://www.facebook.com/4

১০)ড্রপবক্সের সার্ভার এবং ডেস্কটপ সফটওয়্যার দুটোই প্রাথমিকভাবে পাইথনে প্রোগ্রামিং ভাষায় লেখা হয়েছিল।

১১)  প্রতি মাসে প্রায় ৫কোটি মানুষ ৩০টি ভাষায় ইয়াহু ব্যবহার করে ।

১২) প্রতিদিন ৭০ মিলিয়ন স্থিরচিত্র এবং ভিডিও শেয়ার করা হয় ইন্সটাগ্রাম এর মাধ্যমে।

১৩)টুইটারে দিনে প্রায় ৬ কোটি টুইট বা বার্তা প্রদান করা হয় 

১৪)বাচ্চাদের খেলা ডাক ডাক গুজ থেকে  সার্চ ইঞ্জিন ডাকডাকগো নামকরন করা হয়েছে 

১৫)বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা ডট কম 

১৬)বাংলাদেশে এখন পর্যন্ত  মোট ৩ টি  সার্চ ইঞ্জিন রয়েছে - পিপিলিকা ডট কম , খুজুন ডট কম ও চরকী ডট কম 

১৭)ডেল কোম্পানীর নাম হয়েছে তাদের ডিরেক্টর Michael Dell এর নাম অনুসারে

১৮) অন্য কোম্পানী তাদের মোটো বা স্লোগান এক রাখলেও Asus সেটি ৩ বার পরিবর্তন করেছে  ।