চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজেআই বাজারে নিয়ে আসছে স্বল্প মূল্যের ড্রোন ক্যামেরা ‘ডিজেআই স্পার্ক’। অত্যাধুনিক ড্রোনটি হাতের ইশারায়ও নিয়ন্ত্রণ করা যাবে; এমনকি হাত দিয়ে ফ্রেমের আকার দেখালে ড্রোনটি নিজেই ছবি তুলতে পারবে।প্রতি সেকেন্ডে এটি ৩০টি ফ্রেম ধারণ করতে সক্ষম। ড্রোনটির ভিডিও রেজুলেশন ১০৮০ মেগাপিক্সেল এবং ক্যামেরা রয়েছে ১২ মেগাপিক্সেল । ভিডিও রেজুলেশন কম হলেও তা দিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে অনায়েসে কাজ চালানো যাবে বলে বলছে প্রতিষ্ঠানটি।
নতুন সংস্করণের ডিজেআই স্পার্ক ড্রোনটির দাম ধরা হয়েছে ৫০০ ডলার। তবে এর সঙ্গে রিমোট কন্ট্রোল, অতিরিক্ত ব্যাটারি, পাখা অথবা শোল্ডার ব্যাগ কিনতে চাইলে আরও ২০০ ডলার খরচ করতে হবে।
ডিজেআই স্পার্ক পাঁচটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে। চলতি মাসের ১৫ তারিখ এটি বাজারে ছাড়বে ডিজেআই।
স্পার্ক ড্রোনটি ডিজেআই নির্মিত সবচেয়ে ছোট আকারের ড্রোন। প্রতিষ্ঠানটি এর আগে ‘ম্যাভিক প্রো’ নামে বাজারে একটি ক্যামেরা এনেছিল। কিন্তু সেটির দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে হওয়ায় শুধু পেশাদার ক্যামেরাম্যানরাই তা ব্যবহার করতে পারতেন।