গেম প্রেমিদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে যদি কোন প্রতিষ্ঠানের নাম বলা হয় তো EA গেমস কোম্পানীর নাম আগে বলতে হবে , কম্পিউটার , প্লে স্টেশনে সমান ভাবে নিজেদের মর্যাদা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি
জনপ্রিয় রেসং গেম নিড ফর স্পিড থেকে শুরু করে ফিফার মত গেমগুলো এদেরই তৈরী
প্রতি বছরই EA (Electronic Arts) তাদের গেমারদের জন্য উপহার দিচ্ছে দারুন দারুন সব গেমস । তাই সারা পৃথিবীতেই EA (Electronic Arts) এর সুনাম অনেক বেশি । এদের বিভিন্ন গেম একই সাথে যেমন জনপ্রিয় তেমনি গেমার দের কাছেও এসব গেমের চাহিদা অনেক বেশি ।১৯৮২ সালে ট্রিপ হকিন্স এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।কম্পিউটার গেমের নকশা, উন্নয়ন, প্রোগ্রামিং-এর ক্ষেত্রে ইলেকট্রনিক আর্টস একটি প্রখ্যাত কোম্পানি। ১৯৮০ এর শেষের দিকে ইএ কম্পিউটারের জন্য গেম প্রকাশ করত। ১৯৯০ এর দশকে কোম্পানিটি ভিডিও গেম নির্মাণ করা শুরু করে। ইএ পরবর্তিতে কয়েকটি সফল গেম নির্মাতা কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে বড় কোম্পানিতে পরীনত হয়। ২০০০ এর শুরুর দিকে ইএ পৃথিবীর অন্যতম সফল ও বড় গেম নির্মাতা কোম্পানিতে পরিণত হয়। ২০০৮ অর্থবছরে ইএ-এর আয় ছিল ৪.০২ বিলিয়ন ডলার। নিড ফর স্পিড, মেডেল অফ অনার, ব্যাটলফিল্ড, বার্নআউট, কমান্ড এন্ড কঙ্কার হল এর বিক্ষ্যাত গেম সমুহ ।
তবে EA এর অধিকাংশ গেম ই ক্রিড়া বিষয়ক , এবং জনপ্রিয়তায় EA এর অন্যান্য গেমের চেয়েও উপরে সেগুলো । এনবিএ লাইভ, ফিফা, এনএইচএল, ম্যাডেন এনএফএল, এবং নাসকার এধরনের ধারাবাহিক গেম মুক্তি দেয়ার মাধ্যমে সবচেয়ে বড় গেমিং বাজার তারাই ধরে রেখেছে । ইএ স্পোর্টস ধারাবাহিকের সেরা বিক্রয় হলো ফিফা ধারাবাহিক যা ১০০ মিলিয়ন একক পর্যন্ত বিক্রিত হয়েছে।ইএ স্পোর্টসের নীতিবাক্য হলো, It's in the game।
ইলেক্ট্রনিক আর্টস এর সদর দপ্তর হল রেড উড সিটি, ক্যালিফোর্নিয়া এবং EA স্পোর্টস এর সদর দপ্তর হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া ,কানাডাতে । ২০০৮ এর দিকে ব্যাবসায় বড় ধরনের ধস নামলেও খুব সহজেই কাটিয়ে তুলে সেই অবস্থা কে , পরবর্তীবছর থেকেই তারা লাভের মুখ দেখতে থাকে ।
ই এ তাদের গেম গুলো সাধারনত সিরিজ ভিত্তিকভাবে বেড় করে জনপ্রিয় সিরিজ গুলো হলঃ
ব্যাটলফিল্ড সিরিজ ,বার্নআউট সিরিজ, কমান্ড এন্ড কঙ্কার ,ফিফা সিরিজ , ফাইট নাইট সিরিজ , মেডেল অফ অনার সিরিজ , নিড ফর স্পিড সিরিজ , রক ব্যান্ড সিরিজ , দ্য সিমস সিরিজ
তাদের জনপ্রিয় গেম গুলোর পোস্টারেও কিন্তু অনেক দৃষ্টীনন্দন হয় অনেক নীচে কয়েকটি গেমের পোস্টার দেয়া হল।