লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

ইন্টারনেট সংযোগ ছাড়াই বিনামূল্যে চ্যাট করুন কাছের মানুষের সাথে

স্কুল লাইফের রঙিন জীবনের কথা মনে আছে নিশ্চই ,  মারাত্বক রাগী কোন শিক্ষকের ক্লাসে কাগজে লিখে লিখে বন্ধুদের সাথে কথা বলা , পরিক্ষার হলে ইশারার মাধ্যমে অন্যজনের কাছ থেকে  নৈর্ব্যাক্তিকের উত্তর নেয়া কতই না মজার ছিল ।
প্রযুক্তির কল্যানে ইন্টারনেট মুখী হয়ে যাওয়ায় এখন হয়ত সেই মজাটা না পাওয়া গেলেও  হলের এক রুম থেকে আরেক রুমে , বাসার এক তলা থেকে আরেক তলার মধ্যে বন্ধুদের  যোগাযোগ  পর্যন্ত হয় অনলাইন চ্যাটের মাধ্যমে । লোডশেডিং এর অবাধ যাতায়াতের কারনে ওয়াইফাই চালিয়ে চ্যাট করাতেও এখন শান্তি নেই , আর মোবাইলে সব সময় থাকে না  ডাটা প্যাক যার কারনে  কাছে থাকা বন্ধুটির সাথে  আরামে সুখ দুঃখের কথা বলেও শান্তি নেই,
সব দুঃখ ভুলে যান। কারণ 'ফায়ারচ্যাট'নামক অ্যাপ ব্যবহারে আরেকজনের সঙ্গে চ্যাট করতে পারবেন সম্পূর্ণ  
বিনামূল্যে এবং ইন্টারনেট সুবিধা ছাড়াই! এমনকি মোবাইল নেটওয়ার্ক না থাকলেও। 



মেশ নেটওয়ার্ক প্রযুক্তির এই অ্যাপটির সাহায্যে চ্যাটিং করা যায় মোবাইলে ওয়াই-ফাই ইন্টারনেট কিংবা ইন্টারনেট ডাটা ছাড়াই। মেশ নেটওয়ার্ক প্রযুক্তি হওয়ায় অ্যাপটি ২শ’ ফুটের মধ্যে থাকা দুটি স্মার্টফোনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ স্থাপন করবে । 

এবং স্মার্টফোনে অ্যাপটি ব্যবহারের সংখ্যা যতোদূর যাবে, নেটওয়ার্কও ততদূর বিস্তৃত হয়। 
অর্থাৎ অনেকটা চেইন বা শেকলের মতো, প্রথমটির ২শ’ ফুটের মধ্যে দ্বিতীয়টি, আবার দ্বিতীয়টির ২শ’ ফুটের মধ্যে তৃতীয়টি। এভাবে বাড়তে থাকে ফায়ারচ্যাটের নেটওয়ার্কের বিস্তৃতি। তাই আশেপাশে কয়েকজন ফায়ারচ্যাট অ্যাপ ব্যবহারকারী থাকলে, 
এই সুবিধা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর এক্ষেত্রে শুধুমাত্র মোবাইলের ব্লুটুথ অথবা ওয়াই-ফাই অপশনটি চালু থাকতে হবে।
Download Link click

নেটওয়ার্কিং সম্পর্কে ভালভাবে জানতে  CCNA কোর্স করে ফেলুন  এই লিংক থেকে