বন্ধুর জন্য লেখা ই-মেইলে ভুল করে বসের ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। চিন্তা নেই , পাঠানো বার্তাটি ফিরিয়ে নেওয়ার জন্য অন্তত কিছুটা সময় পাবেন জিমেইল এ । শুধু আপনি নন, এরকম ভুল অনেকেরই হয়। সবাই জানি ই-মেইল একবার
পাঠানো হলে তার আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না। তবে জিমেইল অ্যাকাউন্ট থেকে যদি ই-মেইলটি পাঠানো হয়, সেটি ফিরিয়ে নেওয়ার জন্য অন্তত কিছুটা হলেও সময় পাবেন।জি-মেইল ল্যাবসে বছর ছয়েক আগে যোগ করা সুবিধাটি।
.জিমেইলে লগ-ইন করুন ।
.পর্দার ওপরের দিকে ডান কোনায় গিয়ার আইকনে ক্লিক করুন।
.Settings নির্বাচন করুন।
.General ট্যাবের নিচে Undo Send অংশে যান।
.Enable Undo Send-এ ক্লিক করুন।
.পাশের তালিকা থেকে ৫, ১০, ২০ বা ৩০ সেকেন্ড সময় নির্বাচন করে দিন।
.পর্দার নিচে Save Changes বোতামে ক্লিক করে নতুন সেটিংস সংরক্ষণ করুন।
.এরপর প্রতিবার কোনো ই-মেইল পাঠানোর পরে Your message has been sent লেখার পাশে Undo বোতাম দেখতে পাবেন।
ব্যাস এখন আপনি সুবিধামত আপনার মেসেজ টি টাইপ করে পাঠিয়ে দিন ।