গতবারে গুগলের মজাদার কিছু সার্চের প্রথম পর্বের পর আবার এসে পড়লাম নতুন আরো মজাদার ৭ টি জিনিস নিয়ে।
এবারের জিনিস গুলো গতবারের জিনিসগুলো থেকেও আরো ইন্টারেস্টিং হবে , তো দেরী না করে শুরু করে ফেলুন গুগল সার্চ।
১) হঠাৎ কোন মুরুব্বি বলে বসল , আরে আমাদের সময় গুগোল ছিল অন্যরকম আর এখনের গুগল অন্যরকম। খুব ইচ্ছা হল সেই পুরোনো গুগলের থিমটি ব্যাবহার করতে , কোন সমস্যা নেই গুগলে সার্চ দিন " google in 1998 " । সাথে সাথেই আপনার পরিচিত গুগল নস্টালজিক হয়ে ফিরে যাবে পুরাতন সেই থিমে । যারা পুরাতন গুগলের সাথে পরিচিত নন তারা একটু ঢু মেরে আসতে পারেন অতীত থেকে ।
২) চরম মাত্রায় স্ট্রেস এ আছেন , কোন ভাবেই স্ট্রেস কমাতে পারছেন না ? বর্তমানের তরুন সমাজের স্ট্রেস কমানোর অদ্ভুত প্রযুক্তি কাজে লাগাতে পারেন। ফিজেট স্পিনার ঘুরাতে পারেন । ভন ভন করে ঘুরবে আর সেটির দিকে তাকিয়ে অলৌকিক ভাবে স্ট্রেস কমিয়ে ফেলুন, কিন্তু যারা আমার মত ব্যাপক অর্থসংকটে ভুগছেন টাকা দিয়ে স্পিনার কিনা সম্ভব নয় এখন, তারা এক কাজ করতে পারেন, গুগলে শুধু সার্চ দিন spinner লেখে , গুগল আপনার সামনে স্পিনার হাজির করে দিবে , মাউস দিয়ে ঘুরাতে পারবেন স্পিনারটি , পার্থক্য শুধু একটাই বর্তমানের ছেলেদের মত ঘুরন্ত স্পিনার এক হাত থেকে অন্য হাতে নিয়ে যাওয়ার মত এপিক কাজটি করতে পারবেন না ।
৩) Sonic The Hedgehog লেখে গুগলে সার্চ দিন , ডানদিকে বিক্ষাত গেম সনিকের কয়েকটি ছবি আসবে । ডানদিকের ছোট্ট ছবিতে ক্লিক করেই দেখুন , গেমে যেমন ৩৬০ ডিগ্রিতে ডিগবাজি দিত ভদ্রলোক এখানেও একই কাজ করবে
৪) গতবার বলেছিলাম do a barrel roll এর কথা তবে এবার বলব আরেকটু এডভান্স জিনিস
সার্চবারে চুপচাপ সার্চ করুন Z or R twice । এবার দেখুন কি হয় । ভয় পাবেন না , সব কিছুই ঠিক আছে ।
৫) গতবার গুগলের ক্যালকুলেটরের কথা বলেছিলাম , অনেকের মতে গুগলে সব হিসেবেই এক্সপার্ট
এবার তারা the answer to life, the universe, and everything, লেখে সার্চ দিন
দেখুন গুগল এই হিসাব আপনাকে ক্যালকুলেটর দিয়ে করে দিবে , রেজাল্ট কি আসে দেখুন তো।
৬) ধ্বংসাত্বক গুগল দেখেছেন কখোনো ? দেখতে চাইলে এখনি সার্চ বাড়ে লেখুন Zerg rush
তারপর দেখুন লাল ও হলুদ O কিরকম ধ্বংশলীলা চালাচ্ছে
৭) ক্লাসিক গেম ডিএক্স বল খেলেছেন এমন লোক অনেক অনেক অনেক বেশি আছে। নাম শুনে আবার ও খেলতে ইচ্ছে করছে ? গুগলে সার্চ দিন atari breakout , এরপর ইমেজ অপশনে যান , আগে প্রথম ট্যাব গুগল প্লে তে ক্লিক করুন গেম শুরু হয়ে যাবে , খেলা শুরু করে দিন
যারা প্রথম পর্বটি মিস করেছেন তারা পড়ে ফেলতে পারেন এই লিংক থেকে
http://www.ebangla.tech/2017/09/googleFun.html