লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

ইন্টারনেট ধীরগতি থাকবে আগামী তিনদিন।

২১ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে বলে জানিয়েছে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল)। 




ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় এই তিন দিন ধীরগতি থাকবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যার সম্মুখীন হবেন। তবে এই কয়দিন বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবল রিপিটারের মেরামত কাজ করা হয়। এজন্য কিছু সময় লাগে। এই তিনদিন ১ হাজার ২৬০ কিলোমিটার লম্বা এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল রিপিটার মেরামত করব।