লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

আপনার এন্ড্রোয়েড ফোনেই সেটাপ করুন কালি লিনাক্স!!

হ্যাকার / সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদের কাজের জন্য বেশির ভাগ সময়েই কালি লিনাক্স Kali Linux অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে । এটি একটি খুব জনপ্রিয় অপারেটিং সিস্টেম । 


আপনি চাইলে এই অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করে নিতে পারেন। 

Linux Deploy
এরপর এটিকে কালি লিনাক্স (Kali Linux)  এ কনভাট করতে হবে । কনভাট অপশনটি লিনাক্স ডাউনলোড করার পরই থাকবে ।
এরপর ইন্সটল বাটনে ক্লিক করতে হবে ।
অবশ্যই ভাল ইন্টারনেট কানেকশন থাকতে হবে । ভাল ইন্টারনেট কানেকশন থাকলে ৫ সর্বোচ্চ মিনিট সময় লাগবে ।
এরপর গুগল প্লে (Google play) স্টোর থেকে VNC VIEWER অ্যাপ ডাউনলোড দিতে হবে ।

লিংকঃ VNC Viewer
Click here