লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হল ক্যাসপারস্কি



যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হল পৃথিবীর অন্যতম জনপ্রিয়  এন্টিভাইরাস  Kaspersky  ।  মার্কিন প্রশাসন তাদের নিরাপত্তার বিষয় দেখিয়ে নিষিদ্ধ করেছে রাশিয়ান  প্রতিষ্ঠানের তৈরী এই ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারটি ।
যুক্তরাষ্ট্র প্রশাসন ৯০ দিনের মধ্যে  তাদের নেটওয়ার্ক  থেকে  এটিকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
মার্কিন সরকার প্রশাসন থেকে অনেক আগেই অভিযোগ ছিল  মস্কো ভিত্তিক এই রাশিয়ান সফটওয়্যার তাদের তথ্য পাচার করছিল , তবে এই বুধবার তাদের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের নির্দেশনা মোতাবেক এই সফটওয়্যার ব্যাবহারে সতর্ক হতে বলা হয়  । 
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর জানিয়েছে ক্যাসপারস্কি দ্বারা তাদের দেশ জাতীয় হুমকির সম্মুক্ষীন হবে ।এমন সময়ই  এই নির্দেশনা জারি করা হল

চলতি সপ্তাহে সিনেটে এই সফটওয়্যার  নিষিদ্ধ করার বিষয়ে ভোটাভোটি হওয়ার কথা ।  কিন্তু তারাগেই পদক্ষেপ নিয়ে রেখেছে হোমল্যান্ড সিকিউরিটি ।
এরকম কাজে ক্যাসপাস্কি ল্যাব কখোনেই করে নি এমন দাবি  করে আসছিল  প্রতিষ্ঠানটি  , কিন্তু প্রমান হওয়ার আগেই মার্কিন প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞায় ক্যাসপারস্কি বিক্রি বন্ধ হয়ে গেছে দেশটিতে ।

এক বিবৃতিতে ক্যাসপারস্কি জানিয়েছে , রাশিয়ার ডেটা শেয়ারিং আইন এর ভুল ব্যাক্ষা দিয়ে এই অভিযোগ আনা হয়েছে । বিশ্বাসযোগ্য কোন প্রমান ছাড়াই এই অভিযোগ এসেছে যা সম্পূর্ন ভিত্তিহীন

এছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ যে ভুল তা প্রমানের চ্যালেঞ্জ দিয়েছে  ক্যাসপারস্কি ল্যাব কর্তৃপক্ষ।

তথ্যসূত্রঃ বিবিসি