লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

চাঁদে পা রাখা শেষ ব্যাক্তি



চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ , আদিকাল থেকেই এই চাঁদ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই ।  প্রযুক্তির কল্যানে মানুষ খুজে পেয়েছে অনেক প্রশ্নের উত্তর আবার  তৈরী হয়েছে নতুন প্রশ্ন

 ১৯৫৯ সালে  প্রথম মানুষ চাঁদে পা রাখে । ১৯৫৯ থেকে ১৯৭২ এ মোট ৬ বার মানুষ চাঁদে ভ্রমন করে আর অসংখ্যবার মনুষ্যবিহীন  অভি্যান হয়েছে ।
সোভিয়েত ইউনিয়নের লুনা ২ ছিল প্রথম মনুষ্য তৈরী বস্তু যা চাঁদে অবতরন করে , কিন্তু প্রথম মানুষ হিসেবে চন্দ্র অভিযান করে যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক প্রেরিত
এপোলো ১১
  চাঁদে কে প্রথম পা রেখেছিলেন এমন প্রশ্ন করলে হয়ত প্রায় সবাই উত্তর দিতে পারবেন
  চাঁদে পা রাখা  প্রথম ব্যাক্তি হলেন নীল আর্মস্ট্রং ,  কিন্তু যদি প্রশ্ন করা হয় শেষ কে চাঁদে গিয়েছিল ?  এই প্রশ্নের উত্তর হয়ত সহযে পাওয়া যাবে না ।

চাঁদে যে দুইজন ব্যাক্তি সর্বশেষ  গিয়েছিল তারা হচ্ছে  Harisson H. Schmitt   এবং Eugene A. Cerman  আজ থেকে প্রায় ৪৫ বছর আগে  ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর  শেষবারের মত ফিরে আসে চাঁদ থেকে তারপরে আর হয়নি কোন চন্দ্রভিযান ।  তখন তোলা ছবি টি হল মানুষের চাদের মধ্যে তোলা শেষ ছবি  । ছবিটি তোলা হয়েছিল  চাঁদে অবস্থানরত লুনার রোবোটিক ভেহিকেল এর   RCA TV Camera  এর মাধ্যমে ।  হ্যারিসন লুনার মডিউলে প্রথম প্রবেশ করেছিল , সে হিসেবে  Eugene A. Cerman  হচ্ছে  চাঁদের বুকে দাঁড়িয়ে থাকা সর্বশেষ ব্যাক্তি ।