চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ , আদিকাল থেকেই এই চাঁদ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই । প্রযুক্তির কল্যানে মানুষ খুজে পেয়েছে অনেক প্রশ্নের উত্তর আবার তৈরী হয়েছে নতুন প্রশ্ন
১৯৫৯ সালে প্রথম মানুষ চাঁদে পা রাখে । ১৯৫৯ থেকে ১৯৭২ এ মোট ৬ বার মানুষ চাঁদে ভ্রমন করে আর অসংখ্যবার মনুষ্যবিহীন অভি্যান হয়েছে ।
সোভিয়েত ইউনিয়নের লুনা ২ ছিল প্রথম মনুষ্য তৈরী বস্তু যা চাঁদে অবতরন করে , কিন্তু প্রথম মানুষ হিসেবে চন্দ্র অভিযান করে যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক প্রেরিত
এপোলো ১১
চাঁদে কে প্রথম পা রেখেছিলেন এমন প্রশ্ন করলে হয়ত প্রায় সবাই উত্তর দিতে পারবেন
চাঁদে পা রাখা প্রথম ব্যাক্তি হলেন নীল আর্মস্ট্রং , কিন্তু যদি প্রশ্ন করা হয় শেষ কে চাঁদে গিয়েছিল ? এই প্রশ্নের উত্তর হয়ত সহযে পাওয়া যাবে না ।