লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

প্রোগ্রামার হতে চান ! প্রোগ্রামিং শেখাবে ৫টি ওয়েবসাইট

http://www.webcoachbd.com/

এটি একটি বাংলাদেশী ওয়েবসাইট । এখানে রয়েছে বিগিনারদের জন্যে টেক্সট এডিটর যার সাহায্য সহজেই একজন প্রোগ্রামিং করতে পারে। 


WWW.URIONLINEJUDGE.COM

এটি একটি ব্রাজিলিয়ান ওয়েবসাইট ,অল্পদিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখানে রয়েছে বিগিনারদের জন্যে অনলাইনের সবচেয়ে 
সহজ প্রবলেম এর কালেকশান। প্রবলেমগুলোর ডিফিকাল্টি একটু একটু করে বাড়তে থাকে এবং প্রায়সময়ই আগের প্রবলেম এর 
সাথে সামঞ্জস্য থাকে।



WWW.HACKERRANK.COM

এটিও খুব পপুলার একটি সাইট যেখানে প্রবলেম সলভিং এর মাধ্যমে হাতে ধরে প্রোগ্রামিং শিখিয়ে দেয়া হয়। প্রথম প্রোগ্রামে যা 
শেখানো হয় পরের প্রোগ্রামে তা এপ্লাই করে সাথে আরো নতুন কিছু শেখানো হয়। নতুন যে অংশ সলভ করতে হবে জলছাপের 
মাধ্যমে তার ক্লু ও দেয়া থাকে। যাদের প্রোগ্রামিং এর বেসিক ধারণা নেই তারাও এখানে প্রোগ্রামিং করতে পারে।


30 hours of code নামে একটি প্রবলেম সলভিং কোর্স আছে এখানে, যেখানে প্রতিদিন এক ঘন্টা করে সময় দিলেই শিখে
 ফেলতে পারবেন অনেক কিছুই। এখানে বিভিন্ন কোম্প্যানি জব কনটেস্ট আয়োজন করে থাকে। তারপর সেখান থেকে সিলেক্টেডদের
 ইন্টারভিউ এর জন্যে ডাকা হয়।

WWW.CODECHEF.COM

প্রোগ্রামিং শেখার পাশাপাশি যদি সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় তাহলে তো বেশ হয় তাই না? কোডশেফ একটি ইন্ডিয়ান সাইট। 
প্রবলেম সলভ করে আপনি জমাতে পারেন লাড্ডু, সেই লাড্ডু দিয়ে কিনতে পারেন টি-শার্ট, ব্যাগ থেকে শুরু করে ড্রোন ও।

HTTP://WWW.CONDINGAME.COM

কোডিং এ মন বসে না? এই সাইটটি আপনাকে সুযোগ দেবে গেম খেলে খেলে প্রোগ্রাম করে গেমটি বানানোর। এই ওয়েবসাইট 
এ গেম এর লিস্ট আছে সেখান থেকে পছন্দ করে নিয়ে আপনি প্রোগ্রামিং করে আপনার গেমটি বানাতে পারবেন। অন্যসব সাইট 
এর চেয়ে একেবারে ভিন্ন হলেও এই সাইটটি অনেক পপুলার হয়ে উঠেছে প্রোগ্রামারদের কাছে।