ম্যান্ডেলার আসল নাম রোলিহলাহলা দালিভুনা ম্যান্ডেলা। কালো চামড়ার মানুষের অথিকার আদায়ের জন্য ২৭ বছর জেলে কাটানো এই মহান নেতার জীবন অনেক নাটকীয়তায় মোড়া। আজ থাকছে ম্যান্ডেলার জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য।
- ম্যাণ্ডেলা ছিল তার পরিবারের প্রথম স্কুলে যাওয়া সদস্য।
- ম্যান্ডেলার পূর্বপুরুষরা ছিল স্থানীয় একটি রাজ পরিবারের সদস্য।
- ১৯২০ সালে স্কুলে ভর্তি হওয়ার পর উচ্চারণের সুবিধার্থে তার নাম পরিবর্তন করে নেলসন রাখেন এক শিক্ষক।
- খুব অল্প বয়সে কলেজে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে বিতাড়িত করা হয়।
- ম্যান্ডেলা আইন বিষয়ে উইটওয়াটারস্রান্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
- সশস্ত্র সংগ্রাম করার জন্য তিনি ইথিওপিয়া ও মরক্কোতে প্রশিক্ষণ নিয়েছিলেন।
- ম্যান্ডেলার প্রিয় খেলা ছিল বক্সিং।
- ছদ্মবেশ ধারণ করে চোখ ফাঁকি দেওয়ার ক্ষেত্রে তিনি খুব পারদর্শী ছিলেন।
- তিনি সব মিলিয়ে প্রায় ২৫০ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।