যারা ফটোখোর, তারা সব সময়ই থাকি ফটো নিয়ে। আর কিভাবে এই ফটোকে সুন্দর করে এডিট করা যায়।
তাদের মধ্যে আবার কেউ ফটোশপের কাজ জানেন আবার কেউ জানেন না। যারা যানেন না তাদের আর কোন চিন্তা নেই।
আপনাদের জন্য নিয়ে আসলাম অনলাইনে ফটো এডিট করার সেরা দুইটি সাইট। এই সাইট দুটিতে আপনি কোন প্রকার ফটোশপের দক্ষতা ছাড়াই এডিটিং এর কাজ করতে পারবেন।
তাদের মধ্যে আবার কেউ ফটোশপের কাজ জানেন আবার কেউ জানেন না। যারা যানেন না তাদের আর কোন চিন্তা নেই।
আপনাদের জন্য নিয়ে আসলাম অনলাইনে ফটো এডিট করার সেরা দুইটি সাইট। এই সাইট দুটিতে আপনি কোন প্রকার ফটোশপের দক্ষতা ছাড়াই এডিটিং এর কাজ করতে পারবেন।
১। Ipiccy
আমার দেখা মতে Ipiccy আছে ১ নাম্বার এ। কারণ এই সাইটটির কাজ অসাধারন। অনেক গুলো ভালো মানের ইফেক্ট ও
রয়েছে এই সাইটে। যা আপনার একটি ছবিকে করে তুলবে অন্যরকম প্রফেশনাল মানের। এই সাইটির মাধ্যমে আপনি সাধারন
কাজ গুলো থেকে একদম প্রফেশনাল মানের কাজ ও করতে পারবেন।
২। Pixlr
আমার দেখার মাঝে Pixlr আছে ২ নাম্বার এ। এই সাইটি দিয়ে ও অনেক ভালো কাজ করা যায়। তবে একটু বুদ্ধি খাঁটাতে হবে।
তাহলেই প্রফেশনাল মানের কাজ করতে পারবেন। আরেকটা কথা। এই সাইটির কিন্তু একটি অফিশিয়াল এন্ড্রয়েড এপ্স আছে।
এখানে ইজেম সিলেক্ট করার অনেক গুলো অপশন রয়েছে। আপনার ইচ্ছানুযায়ী যেকোনটা সিলেক্ট করে ইমেজ বা ছবি আপলোড করতে পারবেন। তারপর আসবে এডিটিং এর পর্ব।