বর্তমানে ফটোগ্রাফি অনেক মানুষেরই নেশা , নিজের তোলা ছবিতে প্রানের আরেকটু ছোয়া দিতেই তারা ফটো এডিটর ব্যাবহার করে । তাদের যদি জিজ্ঞেস করা হয় তারা কোন সফটওয়্যারটি ব্যাবহার করে ? তো নিঃসন্দেহে বলা যায় অধিকাংশের উত্তর হবে ফটোশপ । শুধু ফটোগ্রাফার নয় , ছবি সম্পর্কিত কাজের সাথে জড়িত বিভিন্ন পেশার মানুষের প্রথম পছন্দ ফটোশপ । এডোবি সিস্টেমস কম্পানির চমৎকার এই সফটওয়্যারকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী ফটোএডিটিং সফটওয়্যার বলা হয় ।
এবার আসি শুরুর দিকের ঘটনায় , থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের এই দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপের কাজ শুরু করেন । ব্যাক্তিগত প্রকল্পের জন্যই কাজ শুরু করে তারা , বিভিন্ন প্রয়োজনের তাগিদে পরবর্তীতে তাতে যুক্তকরতে থাকে একাধিক ফিচার , ১৯৮৯ সালে অ্যাডোবির কাছে এই সফটওয়্যারটি বিক্রি করে দেন তাঁরা। ১৯৯০ সালের ১৯ ফেব্রুয়ারি ফটোশপ নাম দিয়ে সফটওয়্যারটি উন্মুক্ত করে অ্যাডোবি। ওই সময় অবশ্য ছবি ডিজিটাইজ করা খুব কঠিন ছিল। প্রথম প্রিন্ট করতে প্রায় দুই হাজার ডলার খরচ হয়েছিল। প্রথমদিকে এই সফটওয়্যারটির ক্রেতা গ্রাফিকস শিল্পী ও সংবাদপত্রের কর্মকর্তারা ছিলেন।
প্রকাশিত হয় ফটোশপ ১.০ ভার্শন ,এখনকার ফটোশপের ক্ষমতার সাথে তুলনা করলে হয়ত তখনের ফটোশপ একদমই অকেজো একটি সফটওয়্যার ছিল , কিন্তু সেটি ছিল গ্রাফিক কাজের জগতের যুগান্তকারী সূচনা । গড়ে প্রায় ২ বছরে একটি করে নতুন ভার্সন বের করতে থাকে এডবি । জনপ্রিয়তার তুঙ্গে উঠে যখন ফটোশপ ৭.০ ভার্সন বেড় হয় । এখনপর্যন্ত এডবির সবচেয়ে জনপ্রিয় ভার্সন হল ৭.০ ।
২০০৩ সালে ডেভেলপারগনের অক্লান্ত পরিশ্রমের দ্বারা তৈরী হয় ফটোশপ সি এস ৮.০ ।
ধিরে ধিরে প্রকাশিত হয় আরো ৫ টি ভার্শন , ৭ মে ২০১২ তে প্রকাশিত হয় ফটোশপ সি এস ৬ , নতুন ইন্টারফেসে ফটোশপ ব্যাবহারকারীদের মধ্যে আগ্রহ আরো বাড়িয়ে তুলে । তবে সিএস ৬ মানুষ ঠিক মত বোঝার আগেই প্রকাশিত হয় ফটোশপ সি সি বা ক্রিয়েটিভ ক্লাউড ।
বর্তমানের বড় বড় সকল গ্রাফিক কাজের প্রতিষ্ঠানেই ফটোশপ সি সি ব্যাবহার করা হচ্ছে ।
ফটোশপের নিত্যনতুন ফিচার নতুনত্ব আনছে ছবির জগতে , খুব সাধারন একটি ছবিকেও অসাধারন করে দেয়া যাচ্ছে এই ফটোশপ এর মাধ্যমে । ভাল দিক যেমন আছে ঠিক তেমনি এর খারাপদিক ও কিন্তু রয়েছে , ফটোশপে ছবি এডিট করে ব্ল্যাকমেইল , মিথ্যা তথ্য , বিভ্রান্তি প্রভৃতি বাজে কাজ অহরহ ঘটছে । আবার এই ফটোশপ ব্যাবহার করেই দেশের শত শত বেকার যুবকের উপার্যনের রাস্তা খুলেছে ,প্রযুক্তিকে সুন্দর ভাবে ব্যাবহার করতে পারলেই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব
Photoshop এর সাহায্যে এডিট করা একটি ছবি |