লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

বাবসায় উন্নতি করতে চান - ব্যবহার করুন পয়েন্ট অফ সেলস সফটওয়্যার

আমরা অনেকেই পয়েন্ট অফ সেলস সফটওয়্যার এর সাথে পরিচিত। এটি সফল ব্যবসায়ীদের নিকট অনেক জনপ্রিয়। ৩০ বছর আগে যখন ব্যাংকিং-এ কম্পিউটারের কোন প্রয়োগ ছিল না, তখন গ্রাহকদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা উঠানো বা জমা দিতে হত। 



ব্যাংকের কর্মকর্তাগণ রেজিস্ট্রার বইয়ে এন্ট্রি দিয়ে চেক পাশ করতেন। তাতে সময় লাগতো অনেক বেশী। কম্পিউটারের প্রচলণের পর গ্রাহকের হিসাবে দ্রুত পোষ্টিং দেওয়া সম্ভব হওয়ায় গ্রাহকদেরকে বেশীক্ষণ লাইনে দাঁড়াতে হয় না। মাস বা বছর শেষে আয় ব্যয় হিসাব তৈরি গ্রাহকের জমা উত্তোলন বা মুনাফা নির্ণয় কিংবা ব্যালেন্স সীট তৈরী করা
 অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। যথাসময়ে আর্থিক প্রতিবেদন তৈরী প্রায় অসম্ভব ছিল। সকল শাখার প্রতিবেদন হেড অফিসে একসাথে করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরী ছিল বেশ কঠিন কাজ। তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে হিসাব নিকাশের কাজ এখন খুবই সহজ হয়ে পড়েছে কারন হাতের নাগালেই রয়েছে পয়েন্ট অফ সেলস (Point Of sale) সফটওয়্যারটি।






এই পয়েন্ট অফ সেল (Point Of sale) সফটওয়্যারটিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পয়েন্ট অফ সেল মডিউল সংযুক্ত করা হয়েছে। উৎপাদনকারী, সরবরাহকারী, খুচরা বিক্রেতা, ছোট, বড় ও মাঝারি যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটি উপযোগী । বিশেষভাবে তৈরীকৃত এই সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার কম্পিউটার 
দোকান, সুপার সপ, গ্রসারি সপ, ফার্নিচার, পেইস্ট্রি সপ থেকে শুরু করে যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখতে পারেন।

 আমাদের এই সফট্ওয়্যার এর বিস্তারিত বিবরণ নিছে তুলে ধরা হলঃ

Easy User Interface
Fully Secured
Stylish Outlook
Totally User-Friendly
Multi-User System
Online/Offline
Fully Desktop Based
Work Without Internet
Full Inventory System
Customer Management System
Date To Date Report Printing System
Buyer & Supplier Account Management
Build In Email & Sms Service