মনের ভুলে বা অন্য কারনে অনেকসময় ডিলেট হয়ে যায় অনেক প্রয়োজনীয় ফাইল, ডিলেট হয়ে যায় প্রিয় কিছু ফটো , আফসোস করা ছাড়া আসলে তখন কিছুই করার থাকে না । কিন্তু ডিলেট হয়ে যাওয়া এই সব ফাইল পুনরায় ফিরে পাওয়ার জন্য ব্যাবহার করা হয় কিছু রিকভারী সফটওয়্যার ,
recuva , photorec ইত্যাদি হল বহুল পরিচিত রিকভারি সফটওয়্যার , অনেকগুলোই আবার পেইড ভার্শন । আজকে প্রচলিত এইসব রিকভারি সফটওয়্যার সম্পর্কে না বলে বলব অন্য একটি রিকভারি সফটওয়্যার নিয়ে যা খুবই কম স্পেস নিয়ে মোটামোটি ভাল ফলাফল দেখায়
রিকভারি সফটওয়্যারের নামটি হল Card Recovery . ফ্রী এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন https://www.cardrecovery.com/ এই লিংক থেকে ।
ইন্সটল করুন তারপর মেমরি কার্ড সিলেক্ট করার পর নেক্সট দিন , দেখবেন ধীরে ধীরে আপনার ডিলেট হয়ে যাওয়া ফাইল নতুন করে ব্রাউজ করা ফোল্ডারে আসছে ।
এই সফটওয়্যারটি নিরাপদ , এন্টি ভাইরাস ও কোন প্রকার বাধা ছাড়াই ইন্সটল করতে দিবে। তাই কোন চিন্তা করা ছাড়াই ব্যাবহার করতে পারেন কার্ড রিকভারি টুলসটি।
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস / ট্রিকস সহ লেখা গুলো পড়তে চাইলে এখানে ক্লিক করুন। Click here
বৈশিষ্ট্যঃ
মেমরি কার্ড থেকে মুছে ফেলা ছবি উদ্ধার।
ফরম্যাট মেমরি কার্ড থেকে ছবি উদ্ধার।
ক্ষতিগ্রস্ত, অপাঠযোগ্য মেমরি কার্ড থেকে ছবি উদ্ধার।
ফ্ল্যাশ ড্রাইভ সহ অপসারণযোগ্য সংগ্রহস্থল থেকে ছবি উদ্ধার।
মোবাইল ফোন থেকে ছবি, ভিডিও ফাইল উদ্ধার।
সমর্থিত সঞ্চয়ের ডিজিটাল কার্ড, এসডি কার্ড, SDHC, মিনিএসডি, মাইক্রোএসডি (TransFlash) কার্ড পুনরুদ্ধার।
কম্প্যাক্ট ফ্ল্যাশ কার্ড, CF প্রকার আমি দ্বিতীয় প্রকার, MicroDrive, CF কার্ড পুনরুদ্ধার।
মেমরি স্টিক, মেমরি স্টিক প্রো, বই, প্রো - এইচ জি, XC, মাইক্রো (m2) পুনরুদ্ধার।
মাল্টিমিডিয়া কার্ড, মাল্টি মিডিয়া কার্ড পুনরুদ্ধার
স্মার্টমিডিয়া, ফ্ল্যাশ কার্ড পুনরুদ্ধার
xD ছবি কার্ড পুনরুদ্ধার
সেলুলার ফোন, মোবাইল ফোন মেমরি কার্ড এবং ডিজিটাল মিডিয়ার পুনরুদ্ধারের
অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহার মাইক্রোএসডি বা microSDHC কার্ড
USB ফ্ল্যাশ ড্রাইভ ডিজিটাল ইমেজ পুনরুদ্ধারের