লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

এন্টিভাইরাস ছাড়া নিজেই মুছে ফেলুন শর্টকাট ভাইরাস

কম্পিউটার ব্যাবহার করেছে অথচ শর্টকাট ভাইরাসের মুখোমুখি হয়নি এমন মানুষ খুজে  পাওয়া খুবই কঠিন একটি কাজ। সাধারনত পেনড্রাইভ ও ম্যামরিকার্ড দ্বারা এই ভাইরাসের সাথে বেশিরভাগ মানুষের পরিচয় ঘটে ।
বেশ কিছু শর্টকাট রিমুভার সফটওয়্যার যা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ।
এছাড়াও আরো  কিছু পদ্ধতি অবলম্বন করলে কোন প্রকার  এন্টিভাইরাস ছাড়াই এই  ভাইরাস বা স্ক্রিপ্ট এর জ্বালাতন থেকে মুক্তি পাওয়া সম্ভব ।


পদ্ধতি ১ঃ
প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে  Run  এ যান , এর পর সেখানে টাইপ করুন cmd
তখনই Command Prompt  চালু হবে ।attrib -h -s -r -a /s /d X:*.
উপরের কমান্ডটি লেখুন , শুধুমাত্র X  এর জায়গায় আপনার  যে ড্রাইভের ভাইরাস সরাতে চান সে ড্রাইভের নাম লেখুন
( যেমন virus  আক্রান্ত ড্রাইভের নাম  যদি f:  হয় তাহলে  কোডটি হবে 
attrib -h -s -r -a /s /d f:*.  )
enter প্রেস করুন ।  তাহলেই দেখবেন অইড্রাইভের শর্টকাট ফাইলগুলো আগের মত হয়ে গেছে ।


পদ্ধতি ২ঃ

নোটপ্যাড ওপেন করুন, এবং নীচের  কমান্ড  গুলো লেখুন 
@echo off
attrib -h -s -r -a /s /d X:*.*
attrib -h -s -r -a /s /d X:*.*
attrib -h -s -r -a /s /d X:*.*
@echo complete.

( X এর জায়গায় আপনার ড্রাইভের নাম  দিতে হবে )
virusremover.bat  নামে সেভ করুন ( এক্সটেনশন অবশ্যই .bat হতে হবে  নাম যাই দিন না কেন )এবার সবকিছু ক্লোজ করে দিয়ে  নতুন বানানো bat ফাইলে ডাবল ক্লিক করুন দেখবেন প্রব্লেম সল্ভ ।
পদ্ধতি ৩ঃ
যদি কম্পিউটারই শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয় তাহলে  কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।End Process এ ক্লিক করুন।  এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন। wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন। যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।এখন RUN এ যান। wscript.exe লিখে ENTER চাপুন।Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
আশা করি সমাধান হয়ে যাবে ।

পেনড্রাইভের ডাটা ট্রান্সফার স্পিড বাড়াতে চাইলে  এই লিংক থেকে ঘুরে আসুন