লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

জনপ্রিয় পাঁচ টেক্সট এডিটর


উইন্ডোজের সাধারন ইউজাররাও  নোটপ্যাড নামক শব্দটির সাথে পরিচিত । কিন্তু যারা কোডিং বা ওয়েব ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছে তারা এর গুরুত্ব বেশ ভাল ভাবেই বুঝতে পারে। কাজের সুবিধার জন্য ব্যাবহার করা হয় হরেক রকমের টেক্সট এডিটর। সময়ের সাথে সাথে এই সব টেক্সট এডিটর নতুন নতুন ফিচার সহ আনছে অসংখ্য আপডেট এডিশন  ।  আমরা এখন পরিচিত হব বর্তমানে বহুল ব্যাবহৃত কিছু টেক্সট এডিটর  এর সাথে ।

১) নোটপ্যাড++ (Notepad++)



ওয়েবসাইট নিয়ে কাজ করেছে অথচ নোটপ্যাড ++ ব্যাবহার করে নি এমন মানুষ কমই আছে , তুলনামুলক কম স্পেস এ দ্রুত কাজ করতে পারা টেক্সট এডিটরটি অনেক দিন ধরেই জনপ্রিয়তা ধরে রেখেছে । এই আগস্টের ৩০ তারিখ এর ৭.৫.১ ভার্শনটি রিলিজ হয়েছে । এটি সম্পূর্ন ফ্রী ব্যাবহার করা যায় এবং কাজের সুবিধার জন্য বিভিন্ন প্লাগইন এড করার সুযোগ রয়েছে ।

২) সাবলাইম টেক্সট (Sublime Text)


সাবলাইম টেক্সট এডিটর প্রথমেই জনপ্রিয়তা পায় তার ইন্টারফেস এর জন্য, কালো ব্যাকগ্রাউন্ডে  বিভিন্ন রঙ এর লেখার জন্যই মানুষের দৃষ্টি আকর্ষন করতে পারে এটি । বর্তমানে সাবলাইমের ৩য় সংস্করনটি পাওয়া যাচ্ছে । চালাতে  হলে সাবলাইম এর ট্রায়াল ভার্শন ব্যাবহার করতে হবে , কিন্তু পপ আপ যদি আপনার সমস্যা মনে হয় তবে ৭০ ডলার দিয়ে ব্যাবহার করতে পারেন এর প্রিমিয়াম ভার্শন । মাল্টি টাস্ককরার সক্ষমতা সহ লাইটওয়েট এর জন্য প্রফেশনালদের পছন্দের শীর্ষে।

৩) এটম (Atom)

একুশ শতাব্ধীর হ্যাকেবল টেক্সট এডিটর বলা হয় একে । গিট হাব এর অন্যতম জনপ্রিয় সফল প্রজেক্ট এটি, একে বলা হয় সাবলাইমের প্রতিদন্দী , এটই ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার । ম্যাক , উইন্ডোজ ও লিন্যাক্স এ প্রায় সমান দক্ষতা প্রদর্শন করতে পারে এটি । এর গ্রাফিকাল ইন্টারফেস এক কথায় অসাধারন । এছাড়াও অন্যান্য টেক্সট এডিটরের সকল সুবিধাই এতে রয়েছে ।

৪) ব্রাকেটস (Brackets)

জনপ্রিয় টেক্সট এডিটর গুলোর মধ্যে অন্যতম । ব্রাকেটস এর রয়েছে নিজস্ব প্লাগইন সিস্টেম , পিএসডি ডিজাইন থেকে যারা ওয়েব ডিজাইনে  কাজ করে তাদের কাছে প্রথম পছন্দ হল ব্রাকেটস , কারন ব্রাকেটস এর অন্যান্য ফিচার গুলোর মধ্যে একটি ইউনিক ফিচার হল পিএসডি ইনফরমেশন  এক্সট্র্যাক্ট করা ।বর্তমানে ব্রাকেটস এর ১.১০ ভার্শনটি পাওয়া যায়। এর সাথে কিছু প্লাগইন যোগকরলেই আপনার কোডিং এর সময় অনেকাংশেই  বেচে যাবে ।

৫)ভি আই এম ( VIM )

এটি কম্পিউটার এর সবচেয়ে পুরাতন কিন্তু সফল টেক্সট এডিটর হিসেবে বিবেচনা করা হয়। কাস্টমাইজেবল হওয়ায় ডেভেলপাররা এটি পছন্দ করে । এর ব্যাতিক্রমধর্মী একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যাবহারে মাউজের কোন দরকার নেই । সম্পুর্ন কন্ট্রোল কি বোর্ড দিয়েই করতে পারবেন