প্রযুক্তির কল্যানে মোবাইল ফোন এখন সবার হাতে হাতে , এন্ড্রয়েডের রিকমারী স্মার্ট ফোনের জন্য রয়েছে হাজার হাজার এপস , যা হাতের ছোট্ট ডিভাইসকে করে তুলে আরো শক্তিশালী ও কার্যকরী
তো আসুন জেনে আসি কয়েকটি প্রয়োজনীয় এন্ড্রয়েড এপস সম্পর্কে ,
E2B Dictionary :
ইংলিশ থেকে বাংলা ডিকশনারী গুলোর মধ্যে বেস্ট বলতে পারেন এটিকে , ইন্টারফেস যথেষ্ট সুন্দর , ইংলিশ অডিও সহ বিভিন্ন সুবিধা রয়েছে এতে , তবে ঘন ঘন আপডেট আসলেই বিরক্তিকর মনে হতে পারে আপনার কাছে
K-9 mail:
আপনারা যারা পিসিতে অউটলুক ইউস করেন তাদের জন্য এই অ্যাপসটি খুব কাজের।আপনাদের যাদের একাধিক মেইল অ্যাকাউন্ট আছে তারা এই একটি অ্যাপ দিয়ে আপনি আপানার একাধিক ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক মেইল চেক করতে পারবেন। মাত্র ২ এমবির এপস টি ইন্সটল করে নিতে পারেন ফ্রীতেই ।
Evernote:
এটা আপনার ডায়রির কাজ করবে। আপনার সকল নোট, টু ডু লিস্ট, ভয়েস রিমাইন্ডার সহ অনেক অনেক কাজের একটা এপস। ব্যবহার করেই দেখুন কাজে লাগবে অবশ্যই।
AdFree Android:
আপনার ব্রাউজারের বিজ্ঞাপন রিমুভ করা ছাড়াও অন্যান্য এপসের বিজ্ঞাপনও মুছে দিবে এই এপস। হোস্ট ফাইল কাস্টোমাইজ করে কাজ করে এই এপস। মজার একটি কথা বলে রাখি এডব্লকার কিন্তু গুগল একদমই দেখতে পারে না , প্রতিবছর প্রায় মিলিয়ন ডলার লোকসান হয় গুগলের সুধুমাত্র এডব্লকার গুলোর জন্য
ASTRO File Manager / Browser:
এটা হলো আপনার ফোনের সকল ছবি,গান, ভিডিও, ফাইল সব কিছু এক জায়গায় অর্গানাইজ করার এপস। অনেকটা উন্ডোজ এক্সপ্লোরারের মতো। এছাড়াও আপনার ব্যাটারির ক্ষমতাও অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয় এবং ফোনের সেটিংস ব্যাক আপও রাখে।
Advanced Task Killer:
আপনার এনড্রয়েড সেটটি প্রতি মূহুর্তেই কিছু এপস অটো চালু হয়ে বসে থাকে যা আপনার সেটকে স্লো এবং গরম করে ফেলে। ব্যাটারীও অনেক বেশী খরচ হয়। সেক্ষেত্রে এটা একটা জরুরী সফট হতে পারে।
Expense Manager:
প্রতিদিনের যত টাকা পয়সার লেনদেন-হিসাবনিকাশ সব কিছু এই এপস এর মাধ্যমে করতে পারবেন। দুইটা এপস এর লিংক দিলাম, যেটা পছন্দ হয় ব্যাবহার করবেন
Kingsoft Office:
এটার মাধ্যমে ওয়ার্ড, স্পেয়ার্ডশীট, পিডিএফ এবং পাওয়ার পয়েন্ট পড়তে এবং তৈরি করতে পারবেন।
Moon+Reader :
ইবুক প্রেমিদের অন্যতম পছন্দ এই পিডিএফ রিডিং সফটওয়্যারটি , আপনিও ট্রাই করতে পারেন
নিউজ-হানট/বাংলা পত্রিকাঃ
বাংলা পত্রিকা যারা ব্যাস্ততার জন্য ঘরে বসে পড়তে পারেন না তারা এপস টি ডাউনলোড করে নিতে পারেন । এখানে বাংলা তিনটি পত্রিকাএকসাথে পাবেন(প্রথম আলো, কালেরকণ্ঠ, নয়া দিগন্ত) এবং একটি ইংরেজি পত্রিকাও পাবেন।
রিদমিক কিবোর্ডঃ
মোবাইলে বাংলা টাইপে এই এপস এর জুরি নেই ।
এন্ড্রয়েড এসিস্টেন্স:
লাইট এবং দুর্দান্ত একটি সফটওয়্যার , ডাউনলোড হওয়া ইন্সটল ফাইলের ব্যাকয়াপ তৈরী এবং মোবাইল ক্লিন ছাড়াও অসংখ সিস্টেম এড করা রয়েছে এখানে .