লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

সেরা তিন মোবাইল ফটোগ্রাফি এপস

বর্তমানে তরুনদের মাঝে মোবাইল ফটোগ্রাফি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মোবাইল ফোন সমূহের ভার্সেটাইল আকার ও ক্যামেরা চিপসের ক্রমাগত আধুনিকিকরণ এর প্রধাণ কারন। এরই সাথে তাল মিলিয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের জন্যে প্রতিনিয়ত তৈরি হচ্ছে শত শত ফটোগ্রাফি রিলেটেড এপস।

১ A Better Camera

যারা শখের বসে মোবাইলে ছবি তোলেন তাদের জন্যে  অসাধারণ ক্যামেরা এপ হল A Better Camera.এই এআপ অন্যতম ফিচার হল 'বেস্ট শর্ট ' ফিচারটি । তবে এই অ্যাপ টির সমস্যা হল, অনেক  ফিচারগুলি কিনে নিতে হয়। 


২ Photoshop Express
বিখ্যাত গ্রাফিক্স  প্রতিষ্ঠান Adobe এর Photoshop Express এপটিতে রয়েছে ২০ টির অধিক প্রিসেট ইফেক্টস যা দিয়ে খুব সহজেই আপনার পছন্দমতো ফটো প্রসেস করতে পারবেন। এছাড়াও এক্সপোজার, হাইলাইটস, কালার, ক্ল্যারিটি ইত্যাদি  সব এডজাস্ট করা যাবে ম্যানুয়ালি।

৩  Open Camera
সম্পূর্ন ফ্রি এই ক্যামেরা এপটিতে রয়েছে অটো স্ট্যাবিলাইজেশন সুবিধা, যা আপনাকে সাহায্য করবে ডিসটরশন ফ্রি ছবি তুলতে। ভয়েস রেকগনিশন সুবিধা থাকায় দূর হতে শব্দ করে ছবি তোলা যায় এপটি দিয়ে। এর ফাইল কমপ্রেশন সিস্টেম সত্যিই অসাধারণ। এছাড়াও ক্যামেরা এপটিতে রয়েছে ফুল ম্যানুয়াল কন্ট্রোল সুবিধা। Manual focus distance; manual ISO; manual exposure time (Experimental support for Android 5 Camera2 API)