সিসিএনএ কী ?
সিসিএনএ হলো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট । সিসকো কম্পানি এই সিসিএনএ কোর্সটি চালু করে । এই কোর্সটি করা থাকলে ধরে নেওয়া হয় যে আপনি আইটিতে অথবা নেটওয়ার্কিং এ নিয়ে কাজ করতে পারবেন।। এই কোর্সটি আইটিতে ক্যারিয়ার করতে আগ্রহী যে কেউ করতে পারেন।
CCNA কোর্সটি কেন করবেন?
আপনারা যারা আইটিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক সবাই অবগত আছেন যে CCNA সম্পর্কে । কারণ বেশিরভাগ আইটি অথবা নেটওয়ার্কিং এ চাকরি বিজ্ঞপ্তিতে দেখা যায় সিসিএনএ সার্টিফিকেট অত্যাবশকীয় । তাছাড়া সিসিএনএ পরীক্ষা দিয়ে আপনি দেশের বাহিরেও বিভিন্ন আইটি অথবা নেটওয়ার্কিং জবে এপ্লাই করতে পারবেন।
কোর্সের বিষয়বস্তু:
১) নেটওয়ার্ক পরিচিতি
- নেটওয়ার্ক কি?
- নেটওয়ার্কের প্রকারভেদ
- নেটওয়ার্ক টপোলজি
- ওয়্যার মিডিয়া
- ওয়্যারলেস মিডিয়া
- রিপিটার
- ব্রিজ
- হাব
- সুইজ
- রাউটার
- গেটওয়ে
2) OSI মডেল
- এপ্লিকেশন লেয়ার
- প্রজেন্টেশন লেয়ার
- সেশন লেয়ার
- ট্রান্সপোর্ট লেয়ার
- নেটওর্য়াক লেয়ার
- ডাটালিংক লেয়ার
- ফিজিক্যাল লেয়ার
৩) টিসিপি /আইপি পরিচিতি
- বেসিক ধারনা
- আইপি ক্লাস
- ক্লাস-এ
- ক্লাস-বি
- ক্লাস-সি
- ক্লাস-ডি
- ক্লাস-ই
- প্রাইভেট আইপি
- পাবলিক আইপি
- TCP/IP vs OSI
৪) সাবনেটিং
- সাবনেটিং এর বেসিক ধারণা
- সি ক্লাস সাবনেটিং
- বি ক্লাস সাবনেটিং
- এ ক্লাস সাবনেটিং
- সুপারনেটিং
৫) VLSM
- VLSM এর বেসিক ধারণা
- VLSM ডিজাইন
- ইমপ্লেমেন্ট VLSM নেটওয়ার্ক
- সামারাইজেশন
৬) রাউটিং
- রাউটিং এর সংক্ষিপ্ত বিবরণ
- স্ট্যাটিক রাউটিং
- ডাইনামিক রাউটিং
- RIP
- EIGRP
- OSPF
৭) সুইজিং
- সুইজিং এর সংক্ষিপ্ত বিবরণ
- STP
- VLAN
- InterVLAN
- কনফিগার VLAN
- কনফিগার trunk port
- কনফিগার Access port
৮) নেটওর্য়াক নিরাপত্তা
- ACL
- Standard ACL
- Extended ACL
- কনট্রোলিং VTY( Telnet/SSH)
৯) NAT
- NAT এর বেসিক ধারণা
- Types of NAT
- Static NAT কনফিগারেশন
- Dynamics NAT কনফিগারেশন
- PAT
১০) আইপিভি-৬
- বেসিক ধারনা
- আইপিভি-৬ কেন ব্যবহার করব?
- আইপিভি-৬ এর সুবিধা
- আইপিভি-৬ এর স্ট্রাকচার
- রাউটিং
- IPv6 টানেলিং ওভার IPv4
১১) Enhanced IP services
- First Hop Redundancy protocol (FHRP)
- Hot Standby Router Protocol (HSRP)
- Virtual Router Redundancy Protocol(VRRP)
- Gateway Load Balancing Protocol
- SNMP
১2) WAN
- WAN এর বেসিক ধারনা
- WAN কানেকশন types
- High level Data Link (HDLC) Protocol
- Point to Point Protocol (PPP)
- Link Control Protocol (LCP)
- Frame relay
- VPN
- GRE tunnels
- IPSec etc.
১৩) Solve ক্লাস
১৪) সবশেষে Exam question and Answer
সিসিএনএ পরীক্ষার তথ্য
পরীক্ষার সময় : ৯০ মিনিট
প্রশ্ন : ৫০-৫৩ টি
নাম্বার : ১০০০
পাশের জন্য লাগবে : ৮৫০