ইন্টারনেট ব্যাবহারকারীদের নিত্যদিনের সঙ্গী হল গুগোল , প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুর খবর নিয়েই গুগোল এর সাহায্য নেই আমরা , কিছু মজাদার ফিচার রয়েছে যা গুগোল সার্চের মাধ্যেমে পাওয়া যায় এবং হয়ত আপনারা মিস করে গেছেন এতদিন , নীচে সেগুলোর কিছু অংশ দেয়া হল ।
১) Google Gravity:
গুগলের সার্চ বারে সার্চ দিন Google Gravity লিখে । অসংখ্য রেজাল্টের মধ্যে প্রথমে যে লিংক থাকবে সেটিতে ক্লিক করুন । দেখবেন আপনার গুগল মামা নিউটনের সেই আপেল গাছের আপেলের মত নীচে পড়ে যাবে ।
২) Barrel Roll:
সার্চবারে Barrel Roll লিখে সার্চ দিন। আগের মতই প্রথম লিংকে ক্লিক করুন । স্ক্রীনের সাথে চোখ রেখে আবার নিজে কাত হবেন না , তাহলে নীচে পড়ে যেতে পারেন ।
৩)Google Klingon এবং Google Pirate :
Klingon শব্দটির সাথে যাদের পরিচয় নেই তাদের বলছি এটি একটি ভাষা । কোথায় কেন ভাষাটি ব্যাবহার করা হয় গুগল ঘাটলেই পাবেন , নিশ্চয়তার সাথে বলতে পারি অবাক করা তথ্য পাবেন , কেন গুগলের এই দুই ভার্শন তা ঠিক জানা নেই
৪) Doodles
গুগলের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে গুগল ডুডল । বিভিন্ন দেশে বিভিন্ন বিশেষ সময়ে ডুডল দেয়া হয় । সব ডুডল দেখতে পাবেন ডুডল আর্কাইভ থেকে । https://www.google.com/doodles এই লিংক এড্রেসবারে দিন ঘুরে আসুন ডুডলের দুনিয়া থেকে
৫) Calculator
গুগল ক্যালেন্ডার , গুগল ওয়েদার সার্ভিস এর হেল্প তো সবাই নিয়েছেন , কিন্তু গুগল ক্যালকুলেটর ব্যাবহার কয়জনই বা করেছে ? গুগলের রয়েছে চমৎকার একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর ফিচার , আশাপাশে পাওয়া ক্যালকুলেটার এপস গুলো থেকেও বেশ পাওয়ারফুল এটি
৬) Google Sphare
সার্চ বারে দিয়ে প্রথম লিংকে ঢুকেই দেখবেন লেখাগুলোর মধ্যে হালকা ঘূর্ণিঝর শুরু হয়ে গেছে ।
৭) Graph for
গুগলে গ্রাফ ফর এর পর আপনার প্রয়োজনীয় সমীকরনটি লিখলেই আসবে সুক্ষ গ্রাফ আর্ট , ম্যাথে আপনার আকা গ্রাফের শেপ ঠিক আছে কিনা মিলিয়ে দেখতে পারবেন সহযেই।
তো Graph for [(SQRT(COS(X))*COS(400*X)+SQRT (ABS(X))-0.4)*(4-X*X)^0.1]
এই সমীকরনটি সার্চ দিয়ে দেখুন তো রেজাল্ট কি আসে ।
আজ আর নয় , শুধু মাত্র মজার উদ্দ্যেশেই লেখা হয়েছে । সামনে হয়ত গুগলের আরো মজাদার কিছু নিয়ে আসব
ততদিন পর্যন্ত সাথেই থাকুন ।