HDD যাকে আমরা আদর করে ডাকি হার্ডডিস্ক , কম্পিউটারের একটি স্টোরেজডিভাইস , ম্যাগনেটিক একটি ডিস্কের মাধ্যমেই পুরো কাজ করে থাকে এটি । কিন্তু এই আদরে ভাগ বসাতে নতুন একটী ডিভাইসের নাম ঘন ঘন শোনা যায় , কেও কেও তো আবার হার্ডডিস্ক এর বদলে এটিও ব্যাবহার করছে । এই ডিভাইসটির নাম হল SDD.
HDD= Hard Disk Drive
SDD= Solide State Drive
পূর্নরূপ তো বলেই দিলাম , এবার আসি অন্যকথায় ,HDD বা Hard Disk Drive প্রথম বাজারে আসে আইবিএম হাত ধরে ১৯৫৬ সালে। প্রায় ৬০ বছর ধরে এই ড্রাইব যুগে যুগে আমাদের কাজ করে দিয়েছে। মুলত ম্যাগ্নেটিসম বা চুম্বকত্ব ব্যবহার করে ডাটা সংরক্ষন করে একটা গোলাকার থালার মত ডিভাইসে এবং একটা মেকানিক্যাল হেড এই ঘুরতে থাকা ডিভাইসে থেকে তথ্য পড়ে এবং সংরক্ষন করে। ডিভাইসের ঘুর্ণন গতি যত বেশী ততবেশি দুত HDD তথ্য লেনদেন করতে পারে।
SSD বা Solid State Drive হচ্ছে সহজভাবে বলা যায় আমরা যেসব ইউএসবি পেনড্রাইভ ব্যবহার করি সেটার চেয়ে বড় সাইজ ও অনেক জটিল করে বানানো ড্রাইভ। ইউএসবি ড্রাইভে যেমন ডাটা স্টোর করা হয় মাইক্রোচিপ এর মধ্যে, SSD তেও ঠিক একই ভাবে করা হয়। HDD তে বিভিন্ন লেয়ারে তথ্য স্টোর করা হয় এবং সেটি পড়ার জন্য আলাদা মেকানিক্যাল পার্টস ব্যবহার করা হয়।এই একটি ব্যাপারেই HDD থেকে SSD কে অনেক বেশী দ্রুততম সময়ে কাজ করাতে সক্ষম হয়েছে।SSD যেখানে নিমিষে ডাটা লেনদেন করতে পারে সেখানে HDD এর পারপরমেন্স বলা যায় অনেক কম।
ম্যাক অনেক ফাস্ট কারন ম্যাক এ হার্ডডিস্ক এর বদলে SSD ( Solid State Drive ) ব্যাবহার করা হয় , হার্ডডস্ক এর তুলনায় সলিড স্টেটের দাম অনেক বেশী তাই সাধারন ব্যাবহারের জন্য অতটা পৌছায় নি সবার কাছে। তো প্রশ্ন আসতে পারে কোন দিক দিয়ে এগুলো ফার্স্ট কাজ করে ? আপনি যখন কম্পিউটার স্টার্ট দেন তখন এটি চালু হয়ে সব লোড নিতে১ মিনিট বা তার অধিক সময় নেয় কিন্তু সলিড স্টেট ড্রাইভ ইউজাররা পিসি ছাড়ে মাত্র ১৫-২০ সেকেন্ড এ আবার
আপনি যদি পাওয়ারফুল কোন সফটওইয়্যার ইন্সটল করতে যান সেখানেও দেখবেন হার্ডডিস্ক ব্যাবহারকারি পিসি এর থেকে সলিড স্টেট ড্রাইভ প্রায় ৩ গুনের ও কম সময়ে চালু হয়ে গেছে
হার্ডডিস্ক থেকে আকারে অনেক চিকন এই এসডিডি তাই টাকা নিয়ে সমস্যা না থাকলে দ্রুত পার্ফরম্যান্স পেতে ব্যাবহার করতে পারেন SDD .
উপরের ছকটি দেখলেই বুঝতে পারবেন কোনটি কেমন । যাচাই করার দায়িত্ব না হয় আপনাদের হাতেই থাক ।