লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

ড্রোন ব্যবহারকারীদের জন্য বিশেষ ক্যামেরা -- "থার্মাল ইমেজিং ক্যামেরা''

এই ক্যামেরার বিশেষত্ব হল এতে দুটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। একটিতে আছে ১৬০X১২০ রেজুলেশনের থার্মাল ইমেজ সেন্সর। অন্যটিতে আছে ১৯২০X১০৮০ ভিসিবল লাইট ক্যামেরা। এর দুটো ক্যামেরা একসঙ্গে কাজ করে। এই ক্যামেরা স্টিল ইমেজও নিতে পারে। এতে এইচডিএমআই ভিডিও আউটপুট রয়েছে।


এছাড়াও ফ্লেয়ারের আরেকটি মডেলের ক্যামেরা রয়েছে। যার মডেল ডুও আর। যেটিতে রেডিওমেট্রিক টেমপেরেচার মেসারমেন্ট পাওয়া যাবে।



এই ক্যামেরার অন্যান্য ফিচার ফ্লেয়ার ডুও ক্যামেরার মতোই। দুটি ফোনেরই সাইজ প্রায় সমান৷ ডুও আর ক্যামেরা সম্পূর্ণ রেডিওমেট্রিক ভেরিয়্যান্ট৷

দুটি ফোনেই হবে ১০৮০পি এইসডি ভিডিও৷ দুটি ক্যামেরাই ফ্লেয়ার অ্যাপের ব্লুটুথের সাহায্যে চালানো যাবে৷ 



অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই অ্যাপ৷ ড্রোন ব্যবহারকারীদের জন্য ১২ হাজার ফিট পর্যন্ত অপারেট করার বন্দোবস্ত থাকছে৷ এর পরিমাপ ৪১-৫৯-২৯.৬ মিমি৷ ওজন ৮৪ গ্রাম৷