লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

আপনার পিসিতে খেলুন মোবাইল এর জাভা গেমস

মোবাইল গেমস খেলেননি এমন মানুষ খুঁজে কম পাওয়া গেলেও মোবাইল গেমস পিসিতে খেলেছেন এই মানুষের সংখ্যা অনেক 
অনেক কম। কারন? হ্যাঁ প্রথম কারন হল অনেকের পিসি নাই 😛 তারপরে যাদের আছে তাদের মধ্যেই অনেকে জানেন না।

যাই হোক কিভাবে মোবাইলের জাভা গেমস আপনারা আপনাদের পিসিতে খেলবেন সেটা আপনাদের বলছি। এজন্য  আপনাকে ছোট একটি সফটওয়্যার পিসিতে ইন্সটল করতে হবে। 

সফটওয়্যারটির নাম PC Java Emulator installer 



তবে তার আগে একটা কথা আছে। সেটা হল এই সফটওয়্যারটি চালাতে হলে আপনার পিসিতে অবশ্যই  Java Runtime Environment  সফটওয়্যারটি ইন্সটল করে রাখতে হবে।