লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

এবার বই লিখেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা ঃ সত্য নাদেলা

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জীবন ও কর্ম নিয়ে এবার বই লিখেছেন। বইটির নাম ‘হিট রিফ্রেশ’।



নিজের লেখা বইয়ের ফাস্ট কপি সংগ্রহ করে পড়ছেন সত্য নাদেলা। 

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা ১৯৬৭ সালের ১৯ আগস্ট জন্মগ্রহণ করেন। ভারতীয় বংশোদ্ভূত এ প্রযুক্তিবিদ হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাট চুকিয়ে মনিপাল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। চলতি মাসে ৫০ বছরে পদার্পণ করেছেন তিনি। 
১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দেন সত্য নাদেলা। বৈশ্বিক বাজারের শীর্ষ সফটওয়্যার কোম্পানিতে যোগদানের আগে সান মাইক্রোসিস্টেমসের হয়ে কাজ করেছেন। বর্তমানে ওই কোম্পানিটি ওরাকল করপোরেশনের মালিকানাধীন। মাইক্রোসফটে যোগদানের এ দীর্ঘ সময়ে কোম্পানিটির বিং অনুসন্ধান ইঞ্জিন, জনপ্রিয় সেবা উইন্ডোজ সার্ভার এবং ক্লাউডের পাশাপাশি এন্টারপ্রাইজ কোম্পানিগুলোর জন্য মাইক্রোসফট অফিসের ক্লাউড সংস্করণ ব্যবসা প্রসারে অবদান রেখেছেন। তিনি মার্কিন প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা কোম্পানিটির প্রথম নন-আমেরিকান সিইও।

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ২০০ টেক সিইওর তালিকার শীর্ষ চার নম্বরে রয়েছেন সত্য নাদেলা। এ ছাড়া শুধু যুক্তরাষ্ট্রের সিইওদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান নাদেলা। তিনি বার্ষিক সম্মানী হিসেবে পান ৮ কোটি ৪৩ লাখ ৮ হাজার ৭৫৫ ডলার। 
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা পরামর্শদাতা হিসেবে পেয়েছেন বিল গেটসকে।

বেশির ভাগ ভারতীয় নাগরিকের মতোই সত্য নাদেলা ক্রিকেটের অনেক বড় ভক্ত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ার সময় স্কুল ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, ক্রিকেট খেলা থেকেই তিনি দলবদ্ধ হয়ে কাজ করা এবং নেতৃত্ব দেয়ার শিক্ষা পেয়েছেন। এর পাশাপাশি নাটকীয়তায় পরিপূর্ণ রাশিয়ান উপন্যাস পছন্দ করেন তিনি। প্রযুক্তি ছাড়াও সত্য নাদেলা কবিতা পড়তে ভালোবাসেন। মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে তার প্রোফাইলের পাশে অন্যতম শখ কবিতা পড়ার কথা উল্লেখ আছে। 


তিনি তার বক্তৃতায় মাঝে মধ্যেই বলেন, কবিতা ও কোডিং অনেকটা একই জিনিস। অর্থাৎ কোনো একটি বিষয় বিস্তারিত তুলে ধরতে অসংখ্য বাক্য ব্যয় করতে হয়। কিন্তু সেটাকে সংক্ষিপ্ত করে কয়েক বাক্যের মধ্যে নিয়ে আসাই কবিতা। ‘হিট রিফ্রেশ’ নামে নিজস্ব বই নিয়ে কাজ করছেন নাদেলা। তিনটি বিষয়কে ভিত্তি করে এ বই লিখছেন তিনি। 

বইটি লিখে নিজেই লিংকড-ইন-এ পোস্ট করেন। তার লেখাটি পড়তে ক্লিক করুন এখানে।