লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

নোকিয়া , ধীরে ধীরে ফিরে পাচ্ছে হারানো গৌরব


একসময়ের দাপুটে ফোন নোকিয়া মাইক্রোসফট এর সাথে মিলে তার জনপ্রিয়তা হারাতে থাকে , মাইক্রোসফট এর বেড়াজাল থেকে মুক্ত হওয়ার পরপরই  এন্ড্রয়েড ফোন বেড় করার ঘোষনা দিয়ে দেয় ফিনল্যান্ড ভিত্তিক এই কোম্পানীটি । সলিড প্রটেকশন ব্যাবস্থা ও দৃষ্টিনন্দন ডিজাইন একে অন্য ফোন থেকে করেছে আলাদা ।


দামের দিক দিয়েও অন্যান্য ফোনের মতই আছে ,


নোকিয়া ৩: ১২ হাজার ৫০০ টাকা।
নোকিয়া ৫: ১৫ হাজার ৯৯০ টাকা।
নোকিয়া ৬: ২২ হাজার ৫০০ টাকা।

নোকিয়া ৩৩১০: ৪ হাজার ২৫০ টাকা।

৪ টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে ফোনটি । এই ফোনগুলোতে ব্যাবহার করা হয়েছে এতে কোয়ালকম অ্যাড্রেনো ৫০৫ গ্রাফিকস প্রসেসর এবং কোয়ালকম®স্ন্যাপড্রাগন™ ৪৩০ মোবাইল চিপসেট রয়েছে।
তবে নোকিয়া ৬ এ  নকশা বিশেষভাবে তৈরি করা হয়েছে। স্মার্টফোনটির অডিও সিস্টেম যেমন দারুণ, তেমনি এটির সাড়ে ৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনে ছবি এবং ভিডিও বেশ ঝকঝকে ও নিখুঁত দেখাবে। এটির ইউনিবডি বা উপরিকাঠামো একটি একক ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর স্মার্ট অডিও অ্যাম্পলিফায়ারে দুটি স্পিকার রয়েছে। ফলে এতে শব্দ বেশ নিখুঁত ও স্পষ্ট হবে। এতে আছে ডলবি অ্যাটমস। যার ফলে ব্যাবহারকারী পাবে নতুন অভিজ্ঞতা । এর ডিজাইন বিশেষত্বের কারনে ধরতেও বেশ স্বাচ্ছন্দ বোধ করবেন আপনি ,

শীঘ্রই আসছে নোকিয়া ৮ 

৫.৩ ইঞ্চি ডিসপ্লে’র নোকিয়া ৮ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অজো অডিও। এতে তিনটি মাইক্রোফোন রয়েছে, যার মাধ্যমে এটি ৩৬০ ডিগ্রি শব্দ ধারণে সক্ষম। অজো হচ্ছে নোকিয়ার ভার্চুয়াল রিয়ালিটি ক্যামেরার নাম। দামি এই ক্যামেরা হলিউডের চলচ্চিত্র নির্মাণ স্টুডিওগুলোতে ব্যবহার করা হয়। এইচএমডি স্মার্টফোনটিতে এই অডিও প্রযুক্তি ব্যবহার করেছে। এর মূল্য ধরা হয়েছে প্রায় ৭০২ ডলার।
যদিও নোকিয়া তাদের প্রথম কোম্পানী বেড় হয়নি বরং তাদের স্বদেশীয় কোম্পানী এম এইচ ডি গ্লোবাল থেকে বেড় হয়েছে অবুও বলা যায় নোকিয়া তার আগের স্বকীয়তার ফির এসেছে ,
তাই নতুন ডিভাইস কিনার ইচ্ছে থাকলে নোকিয়াকে পছন্দের তালিকায় নিঃসন্দেহে রাখতে পারেন ।