মেমোরি কার্ডের ছবির মতো ফেসবুকের মেসেজ ও পাওয়া যায়। চলুন, জেনে নেই কিভাবে ডিলেট হওয়া ফেসবুক মেসেজ ফিরিয়ে আনা যাবে।
প্রথমে ফেসবুকের সেটিংস অপশনে প্রবেশ করুন। https://www.facebook.com/settings
এখানে Download a copy ক্লিক করে আবেদন করুন। আপনার ই-মেইলে আপনার ফেসবুকের একটি কপি পাঠিয়ে দেওয়া হবে।
এবার জিপ ফাইলটি ডাউনলোড করে ওপেন করুন। সেখানের HTML ফোল্ডারে লগিন করলে দেখতে পাবেন messages.htm নামের একটি ফাইল রয়েছে। সেখানেই গচ্ছিত রয়েছে আপনার ফেসবুকের মেসেজ গুলো।
আশা করি ট্রিকসটি অনেকের উপকারে আসবে। ডার্ক ওয়েব সহ ইন্টারনেট জগতের নানা অজানা রহস্য জানতে এই পোষ্ট গুলো পড়ে নিতে ভূলবেন না। Click here