লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

রেডরুম ( Red Room ) - ডার্ক ওয়েবের অজানা অংশ


ডার্ক ওয়েব ( Dark Web )  নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই , ইন্টারনেটের লুকায়িত এই অংশে রয়েছে অসংখ্য রহস্যময় অংশ , ডার্কওয়েব -ডিপ ওয়েব বা মেরিনাস ওয়েব নিয়ে এর আগেও লেখা হয়েছে  না পড়া থাকলে পড়ে নিবেন।
এখন আলোচনা করব ডার্কওয়েব সম্পর্কে প্রচলিত আরেকটি অংশ যার নাম রেড রুম ।
রেড রুম নামটি এসেছে জাপানী একটি এনিমেশন   এবং  একই নামের একটি শহরের কিংবদন্তী থেকে ।
অনেকে বলে থাকে সন্ত্রাসীদের উপার্যনের একটি অংশ হল এই রেড রুম । ভিক্টিমকে একটি রুমে আটকে রেখে  তাকে বিভিন্ন ভাবে টর্চার করে সেই ভিডিও রেড রুমে ছেড়ে দেয়া হয় ।
এখানে মানুষকে টর্চার, খুন, রেপ ইত্যাদির লাইভ স্ট্রিমিং হয়।  এই সবই সেখানে মানুষ টাকা দিয়ে দেখে । টাকা বলতে লেনদেন সব বিটকয়েনেই হয় ।  রেড রুমের অস্তিতও নিয়ে রয়েছে বিতর্ক , কারন  এটি নিয়ে পূর্নাংগ কোন প্রমান পাওয়া যায়নি , এমন কোন ব্যাক্তি নিজে দাবি করেনি যে সে রেডরুম  নিজের চোখে দেখেছে ।  তবে এটি নিয়ে  গেমস , মুভি , ড্রামা  তৈরী হয়েছে ।
বিভিন্ন সূত্র  বিভিন্ন সময় রেডরুম সম্পর্কে তথ্য প্রকাশ করলেও পূর্নাং প্রমানের অভাবে তা আসলে আমলে নেয়া হয়নি
রেডরুম এ বিকৃত মানসিকতার কর্মকান্ড হয় । সম্পূর্ন অবৈধ এই অংশ নিয়ে আগ্রহ প্রকাশ না করাই ভাল ।