লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

কেন মোবাইল কোম্পানী রুট এক্সেস দেয়া হয়




লিন্যাক্স নিয়ে তো অনেক কথাই বলি এটি ওপেন সোর্স , যে কেও চাইলেই নিজের মত সাজিয়ে নিতে পারে , হেন তেন ।  আবার সবাই বলি এন্ড্রয়েড  লিন্যাক্স কার্নেল বেসড অপারেটিং সিস্টেম , 

তাহলে এইটা কেন আমরা নিজেরাই পছন্দ মত  সাজাতে পারি না ।  একে নিজের পছন্দমত এডিট করতে গেলে আবার রুট করা প্রয়োজন , আবার রুট যদি করা হয় তাহলে মোবাইল কোম্পানীগুলো তাদের ওয়ারেন্টি নীতিমালা বাইড়ে বলে মোবাইল ফেরত দিয়ে দেয় । তো আসুন জেনে নেই কেন মোবাইল  কোম্পানীগুলো তাদের মোবাইলে ফ্রী অপারেটিং সিস্টেমটির রুট এক্সেস হাইড করে রেখে দেয় ,


মোবাইল কোম্পানীগুলো ইচ্ছে করেই আসলে লক করে রাখে এই ব্যাবস্থাটি , রুট ফোল্ডার/পার্টিশনে থাকা ফাইলগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এর কোনো একটি দুর্ঘটনাবশতঃ মুছে গেলে আপনার পুরো ডিভাইস কাজ করা বন্ধ করে দিতে পারে। এছাড়াও ম্যালিশিয়াস বা ক্ষতিকারক প্রোগ্রামও অনেক সময় রুট করা ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কিন্তু লক থাকা অবস্থায় ব্যবহারকারী নিজেই রুট অ্যাক্সেস পান না, তাই অন্য প্রোগ্রামগুলোর রুট অ্যাক্সেস পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। ইন্টারনাল ম্যামরির প্রয়োজনীয় ফাইল্গুলো খুবই দরকারী। একটি ফাইলের ক্ষতি হলেই মোবাইল কার্যক্ষমতা হারায়। কিছু কিছু কোম্পানি (যেমন সনি) নিজেদের সাইটেই ডিভাইস রুট করা থেকে শুরু করে বিভিন্ন কাজের প্রণালী দিয়ে রেখেছে। তাই সাধারন ইউজাররা যাতে ভুল করে কিছু না করে এর জন্যই মুলত রুট দেয়া হয় না। 
আরেকটি কারন আছে তা হল মোবাইলের নিজস্ব থিম ইন্টারফেস।যা এক মোবাইল কে অন্য মোবাইলকে আলাদা হিসেবে তুলে ধরে , তাই তারা মোবাইলের সাথে বলতে গেলে সেই ইন্টারফেস ও আপনার কাছে বিক্রি করে 

আশা করি বুঝে গেছেন কেন কোম্পানীগুলো সহযেই ফ্রী সোর্স অপারেটিং সিস্টেম রুট পার্মিশন সহ দেয় না ।