লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

নিজেই তৈরী করুন ভাইরাস রিমুভার




শর্টকাট ভাইরাসের কবলে পড়ে নি এমন কম্পিউটার ব্যাবহার কারী খুজে বেড় করা কষ্ট । 

পেনড্রাইভের শর্টকাট ভাইরাস তো আগেই সরানোর নিয়ম দেখানো হয়েছে 
কমান্ড প্রম্পট এ গিয়ে  ছোট্ট কমান্ড দিলেই কাজ হয়ে যায় ......
এবার দেখি কম্পিউটারে শর্টকাট ভাইরাস আক্রান্ত হলে কয়েকলাইন এর কোড লিখে নিজে কিভাবে একটি শর্টকাট ভাইরাস রিমুভার তৈরী করে ফেলব ।

প্রথমেই নোটপ্যাড ওপেন করি , যারা নতুন বসেছেন  নোটপ্যাড বলতে  ডানে বামে কিছু দেখছেন না তারা  মাউসের রাইট বাটনে ক্লিক করে  new অপশনের  Text Document সিলেক্ট করুন ।

এবার কিছু না বুঝেই  নীচের কোড টি কপি পেস্ট করুন 

echo off
attrib -h -s -r -a /s /d C:\*.*
attrib -h -s -r -a /s /d D:\*.*
attrib -h -s -r -a /s /d E:\*.*
attrib -h -s -r -a /s /d F:\*.*
attrib -h -s -r -a /s /d G:\*.*
echo complete.
echo complete.

কোডের ক্ষেত্রে একটি ব্যাপার খেয়াল করুন , \*.* অংশ টির আগে আমাদের C,D,E,F,G  দেয়া আছে, এগুলো আমাদের ড্রাইভের নাম , কারো যদি ড্রাইভ বেশী থাকে তো নতুন এক লাইন এড করে নিবেন আর কারো যদি কম থাকে তাহলে এক লাইন রিমুভ করে দিবেন ।

এবার সেভ করে বেড় হয়ে আসুন ,  ফোল্ডারের নামটি চেঞ্জ করুন এবার নিজের পছন্দ মত যা খুশি সেই নাম দিন  এক্সটেনশনে .txt এর যায়গায় .bat  দিন । যারা এখনো  জানেন না কিভাবে ফাইল এক্সটেনশন চেঞ্জ করা যায় তারা চাইলে  এই লিংক থেকে  নিয়মটি পড়ে আসতে পারেন 
ব্যাস কাজ শেষ । ও হ্যা...... এই কাজটি কিন্তু ডেস্কটপ স্ক্রীনে করবেন ।