লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

চুরি ঠেকাতে স্মার্ট মানিব্যাগ হতে পারে আপনার বন্ধু।



নতুন এই মানিব্যাগের নাম দেওয়া হয়েছে, ‘ভোল্টারম্যান স্মার্ট ওয়ালেট’। মানিব্যাগ চুরির ঘটনা মাঝে-মধ্যেই ঘটে থাকে। বাসে-ট্রেনে ভিড়ের মধ্যে চলাচল করতে গিয়ে ঘটে এমন ঘটনা। তবে এবার আর মানিব্যাগ চুরির চিন্তা করতে হবে না। 

এমন এক আধুনিক প্রযুক্তির মানিব্যাগ আবিষ্কার করা হয়েছে, যা চুরি ঠেকানো যাবে।

তবে এবার এই মানিব্যাগেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। বর্তমানে মানিব্যাগে শুধু টাকায় নয়, আইডেন্টিটি কার্ড, ক্রেডিট কার্ডসহ অনেক কিছুই রাখা হয়। যে কারণে হঠাৎ করে এই মানিব্যাগটি হারিয়ে গেলে বড়ই সমস্যায় পড়তে হয়। তবে মানিব্যাগ হারানোর সেই সমস্যা দূর করতে চলেছে এটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। প্রযুক্তির সম্মিলন ঘটানোর কারণে এটি আর হারানোর সমস্যা থাকবে না।



 পাশাপাশি যদি মানিব্যাগে থাকবে ৫১২ এমবি রম, একটি বিল্ট-ইন ক্যামেরা এমনকি ওয়াই-ফাই হট স্পট-এর মতো আধুনিক সব প্রযুক্তিও।

ঠিক এমনই এক অভিনব স্মার্ট মানিব্যাগ তৈরি করেছে ভোল্টারম্যান ইঙ্ক নামক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ফোন চার্জ করার জন্যও 
এই মানিব্যাগ ব্যবহার করতে পারবেন। আবার যদি কখনও আপনি আপনার ফোনটি ভুলে কোথাও রেখে আসেন, তাহলে তৎক্ষণাৎ 
এই মানিব্যাগটি অ্যালার্ম হিসাবে কাজ করবে। ঠিক একইভাবে আপনার মানিব্যাগটিও যদি কোথাও ভুলে রেখে আসেন বা কেও 
পকেট হতে সরানোর চেষ্টা করেন, তাহলে আপনার ফোনটি তখন অ্যালার্ম হিসেবে কাজ করবে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে।

বিশ্বের প্রথম অভিনব এই স্মার্ট মানিব্যাগটির দাম প্যাকেজ ভেদে নির্ধারণ করা হয়েছে ৯৮ ডলার, ১৫৭ ডলার ও ৩৬৫ ডলার।
 তবে এখন শুধুই অপেক্ষা। 
এই সম্পর্কিত তথ্য পেতে চোক রাখুন এখানে 👌