মাসে ২ লাখ টাকা বৃত্তি তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীদের!
তথ্যপ্রযুক্তি স্নাতকদের মাসে ২ লাখ টাকা করে বৃত্তি দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ। বিশেষ ক্ষেত্রে এই বৃত্তি মাসে ৩ লাখ হতে পারে।‘হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ’ নামে একটি বৃত্তি দেওয়া হবে। বৃত্তি পেতে বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।নির্বাচিতরা এক বছর মেয়াদে এই বৃত্তি পেতে থাকবেন।বৃত্তি পেতে স্নাতক পাস করার এক বছরের মধ্যে আবেদন করতে হবে। স্নাতক হতে হবে তথ্যপ্রযুক্তি সংশ্লষ্ট কোনো বিষয়ে। পাসের ফলাফলে এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ এবং স্নাতকে ন্যুনতম ৩.৭৫ থাকতে হবে।আবেদন করা যাবে অনলাইনে। এ জন্য যেতে হবে এই ঠিকানায়। http://fellowship.ictd.gov.bd/hpsc/
এছাড়া লিখিত আবেদনপত্রটি জমা দিতে হবে তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব বরাবর। আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সাত তলার ৭২৮ নাম্বার কক্ষে সরাসরি কিংবা আবেদনপত্রটি পাঠাতে হবে।
ফেলোশিপ সম্পর্কে আরও বিস্তারিত এই ঠিকানায়। https://www.ictd.gov.bd/notice/476
এছাড়া ০১৭১৫০৮১২৫২ নম্বরে ফোন দিয়ে এ বিষয়ক আরও কিছু তথ্য জেনে নেওয়া যাবে।