লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

ফাইলকে কম্প্রেস করুন আগের চেয়েও বেশী ছোট করে

WinRar  দিয়ে আপনার ফাইল কম্প্রেস করছেন কিন্তু তেমন কাজ হচ্ছে না , সর্বোচ্চ ২-৩ মেগাবাইট সাইজ কমে যাচ্ছে , কিন্তু গেম বা ইন্টারনেটে পাওয়া সফটওয়্যর গুলোর কম্প্রেস ফাইল এর আকারথাকে মূল ফাইলের ও অর্ধেক ,
ছোট একটি কাজ না করার জন্য আপনার উইন র‍্যার সফটওয়্যার টি  তার সামর্থ্য দেখায় না , প্রথমেই আপনি যে ফোল্ডারটি কম্প্রেস করতে চান তাতে মাউসের রাইট বাটন ক্লিক করুন Add to archive এ ক্লিক করুন। নীচের ছবির মত একটি উইন্ডো আসবে । 
  Archive name and parameters নামে একটি উইন্ডো আসবে। এবার Archive format থেকে RAR সিলেক্ট করুন এবং Compression method থেকে Best সিলেক্ট করে OK দিন। তাহলে আপনার ফাইলটি সর্বোচ্চ কম্প্রেস হবে।