কম্পিউটার চালাচ্ছেন , স্পেস বাচানোর জন্য একটি ফোল্ডার ডিলেট করলেন , কিন্তু ডিলেট এর পড়ই মনে পড়ল এটি তে আপনার অনেক পুরোনো ছবি ছিল , এখন কিভাবে ফিরিয়ে আনবেন
অবশ্যই রিকভারি টুল ইউজ করে । কিন্তু এই রিকভারি টুল কিভাবে কাজ করে? কখনো কি ভেবে দেখেছেন , আসুন সংক্ষেপে বুঝে আসি ব্যাপারটি ।
প্রথমেই কিছু বাড়তি কথা বলব , শুধু মাত্র বুঝার জন্য , আপনার একটি বুক শেলফ ও একটি টেবিল আছে , পড়ার টেবিলের উপর গল্পের বই রাখার জন্য খেলেন এক ঝাড়ি , তারাতারি বাসার লোকদের বুঝানোর জন্য নিজের শখের গল্পের বইটা নিয়ে বুকশেলফে ঢুকালেন , বাসার লোক দেখছে এখানে কোন বই নেই , কিছুদিন পড় আপনাকে কেও একজন ইয়া বড় এক ডিকশনারী গিফট করল । সেটি রাখতে গিয়ে বিপদে পড়লেন জায়গা নেই , তাই নতুন বই রাখার জন্য গল্পের বইটি বন্ধুকে দিয়ে দিলেন ফলে চিরতরে বইটি আপনার ঘরছাড়া হল ।
এবার আসুন কম্পিউটারের ঘটনায় যায় , আপনার ড্রাইভে অনেক ফোল্ডার আছে , ৫০ জিবি ড্রাইভে ৪৮ জিবি ফাইল ডকুমেনট রয়েছে , আপনি যখন এটি প্রথম ডিলেট করবেন সেটি তখন কম্পিউটারের রিসাইকেল বিন এ জমা হবে, আপনি চাইলে রিস্টোর দিয়ে রিসাইকেল বিন থেকে যে কোন সময় আবার ফেরত আনতে পারবেন। কখনো কি খেয়াল করেছেন কোন ফোল্ডারকে ডিলেট করে রিসাইকেল বিন এ পাঠালেও ড্রাইভে কোন জায়গা খালি হয় না , ব্যাপারটা অনেকটা আপনার অই বই সরানোর মত , আপনি চাইলেই যেমন সেলফ থেকে বই নিতে পারবেন ঠিক তেমনি রিসাইকেল বিন ও এই রকম ফাইল ট্রান্সফার হয় , ফলে ১ জিবির ফাইল ডিলেট করলেও ড্রাউভে কোন খালি দেখায় না , খালি করতে হলে প্রয়োজন রিসাইকেল বিন থেকে খালি করে দেয়া , এই খালি করা কিন্তু অনেকটা আপনার বই এর লুকানোর মত , আপনার বাবা মা মনে করে কোন বই নেই অথচ বই অন্য যায়গায় অক্ষত রয়েছে , ঠিক তেমনি আপনি রিসাইকেল বিন থেকে ডিলেট করলেও আপনি দেখেন এ ডিলেট হয়েছে , এমনকি ড্রাইভে খালি স্পেস হয়েছে , কিন্তু আসলে ফাইলটি সম্পুর্ন রুপে সরে যায়নি , ড্রাইভের অই স্পেস টুকু খালি হিসেবে মার্ক করা হয়েছে । তখন আসলে বুঝানো হয় যে আপনি চাইলে এই জায়গায় নতুন কিছু রাখতে পারবেন ।
ফাইলটি যেখানে ছিল সেই স্পেসটি খালি হয়ে যায় কিন্তু ফাইলটি কিন্তু এখনো কোথাও সরে যায়নি বা ফাইলটির অস্তিত্ব শেষ হয়ে যায়নি। শুধুমাত্র পয়েন্টারগুলো চলে গিয়েছে। পয়েন্টার হল কম্পিউটারের আরেক ধরনের ডেটা যেগুলো আপনার মেমরিতে থাকা ফাইলগুলোর ডিরেক্টোরি পয়েন্ট করে বা নির্দেশ করে।
এতটুকু জিনিস পর্যন্ত রিকভারী সফটওয়্যার গুলা কাজ করে। অর্থাৎ কোন কিছু সম্পুর্ন ডিলেট হয়ে গেলেও রিকভারি সফটওয়্যার গুলো কাজ করতে পারে ,
এবার গল্পের শেষ পার্ট , ঘড়ে নতুন বইকে জায়গা দিয়ে গিয়ে পুরাতন বই এর বিসর্জন , অর্থাৎ আপনার ফ্রী হওয়া ড্রাইভে আপনি নতুন কিছু জিনিশ ঢুকালেন ফলে আপনার পুরাতন জিনিসের ফেরত পাওয়ার হার কমতে থাকবে , অর্থাৎ ডিলেট করার পর বা ডিলেট হয়ে যাওয়ার পর যতক্ষন পর্যন্ত না অই ড্রাইভে নতুন কিছু দেয়া হচ্ছে ততক্ষন পর্যন্ত ডাটা রিকভারি করা যায়।
হয়ত একটু জটিল করে বলে ফেলেছি , না বুঝলে আরো একবার পড়ুন বুঝে যাবেন।
অবশ্যই রিকভারি টুল ইউজ করে । কিন্তু এই রিকভারি টুল কিভাবে কাজ করে? কখনো কি ভেবে দেখেছেন , আসুন সংক্ষেপে বুঝে আসি ব্যাপারটি ।
প্রথমেই কিছু বাড়তি কথা বলব , শুধু মাত্র বুঝার জন্য , আপনার একটি বুক শেলফ ও একটি টেবিল আছে , পড়ার টেবিলের উপর গল্পের বই রাখার জন্য খেলেন এক ঝাড়ি , তারাতারি বাসার লোকদের বুঝানোর জন্য নিজের শখের গল্পের বইটা নিয়ে বুকশেলফে ঢুকালেন , বাসার লোক দেখছে এখানে কোন বই নেই , কিছুদিন পড় আপনাকে কেও একজন ইয়া বড় এক ডিকশনারী গিফট করল । সেটি রাখতে গিয়ে বিপদে পড়লেন জায়গা নেই , তাই নতুন বই রাখার জন্য গল্পের বইটি বন্ধুকে দিয়ে দিলেন ফলে চিরতরে বইটি আপনার ঘরছাড়া হল ।
এবার আসুন কম্পিউটারের ঘটনায় যায় , আপনার ড্রাইভে অনেক ফোল্ডার আছে , ৫০ জিবি ড্রাইভে ৪৮ জিবি ফাইল ডকুমেনট রয়েছে , আপনি যখন এটি প্রথম ডিলেট করবেন সেটি তখন কম্পিউটারের রিসাইকেল বিন এ জমা হবে, আপনি চাইলে রিস্টোর দিয়ে রিসাইকেল বিন থেকে যে কোন সময় আবার ফেরত আনতে পারবেন। কখনো কি খেয়াল করেছেন কোন ফোল্ডারকে ডিলেট করে রিসাইকেল বিন এ পাঠালেও ড্রাইভে কোন জায়গা খালি হয় না , ব্যাপারটা অনেকটা আপনার অই বই সরানোর মত , আপনি চাইলেই যেমন সেলফ থেকে বই নিতে পারবেন ঠিক তেমনি রিসাইকেল বিন ও এই রকম ফাইল ট্রান্সফার হয় , ফলে ১ জিবির ফাইল ডিলেট করলেও ড্রাউভে কোন খালি দেখায় না , খালি করতে হলে প্রয়োজন রিসাইকেল বিন থেকে খালি করে দেয়া , এই খালি করা কিন্তু অনেকটা আপনার বই এর লুকানোর মত , আপনার বাবা মা মনে করে কোন বই নেই অথচ বই অন্য যায়গায় অক্ষত রয়েছে , ঠিক তেমনি আপনি রিসাইকেল বিন থেকে ডিলেট করলেও আপনি দেখেন এ ডিলেট হয়েছে , এমনকি ড্রাইভে খালি স্পেস হয়েছে , কিন্তু আসলে ফাইলটি সম্পুর্ন রুপে সরে যায়নি , ড্রাইভের অই স্পেস টুকু খালি হিসেবে মার্ক করা হয়েছে । তখন আসলে বুঝানো হয় যে আপনি চাইলে এই জায়গায় নতুন কিছু রাখতে পারবেন ।
ফাইলটি যেখানে ছিল সেই স্পেসটি খালি হয়ে যায় কিন্তু ফাইলটি কিন্তু এখনো কোথাও সরে যায়নি বা ফাইলটির অস্তিত্ব শেষ হয়ে যায়নি। শুধুমাত্র পয়েন্টারগুলো চলে গিয়েছে। পয়েন্টার হল কম্পিউটারের আরেক ধরনের ডেটা যেগুলো আপনার মেমরিতে থাকা ফাইলগুলোর ডিরেক্টোরি পয়েন্ট করে বা নির্দেশ করে।
এতটুকু জিনিস পর্যন্ত রিকভারী সফটওয়্যার গুলা কাজ করে। অর্থাৎ কোন কিছু সম্পুর্ন ডিলেট হয়ে গেলেও রিকভারি সফটওয়্যার গুলো কাজ করতে পারে ,
এবার গল্পের শেষ পার্ট , ঘড়ে নতুন বইকে জায়গা দিয়ে গিয়ে পুরাতন বই এর বিসর্জন , অর্থাৎ আপনার ফ্রী হওয়া ড্রাইভে আপনি নতুন কিছু জিনিশ ঢুকালেন ফলে আপনার পুরাতন জিনিসের ফেরত পাওয়ার হার কমতে থাকবে , অর্থাৎ ডিলেট করার পর বা ডিলেট হয়ে যাওয়ার পর যতক্ষন পর্যন্ত না অই ড্রাইভে নতুন কিছু দেয়া হচ্ছে ততক্ষন পর্যন্ত ডাটা রিকভারি করা যায়।
হয়ত একটু জটিল করে বলে ফেলেছি , না বুঝলে আরো একবার পড়ুন বুঝে যাবেন।