লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে আনল গুগলের নতুন ছয় ডিভাইস

গুগল বলতেই মনে হবে সার্চ ইঞ্জিন কিংবা জিমেইল, ইউটিউবের মত ইন্টারনেট সেবার কথা। কিন্তু হার্ডওয়্যারেও তারা কম যায় না। নিজেদের সেই সক্ষমতা প্রমাণের জন্যই এবার একসঙ্গে ৬টি ডিভাইস বাজারে নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। যার মূলে থাকছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কি থাকছে গুগলের নতুন আনা ছয় ডিভাইসে?

গুগল এঁর নতুন ফোন পিক্সেল-২, ৫ আর ৬ইঞ্চি  পর্দার দুটি সংস্করণ । গুগল এঁর নতুন ফোন এঁর পিছনের ক্যামেরা ১২ মেগাপিক্সেলআর সামনে আছে ৮ মেগাপিক্সেল। ধারন ক্ষমতা ৩২ গিবি হলেও কার্পণ্য করতে হবে না ছবি তুলতে,কারন ইচ্ছে  মত সংরক্ষণ করা যাবে স্টোরে।তবে হার্ডওয়্যার নয় গুগল এঁর নতুন ফোন এঁর কারিশমা সফটওয়্যার এ ।
যেমন লেনস ফিচার এঁর মাধ্যমে ছবি তুললে , গুগল সেই ছবি সম্পর্কে যাবতীয়  তথ্য হাজির করবে।
আবার গুগল assistanceকে নির্দেশ দিলে ক্যামেরা নিজে নিজেই আপনার ছবি তুলে দিবে এবং জানাবে চাহিদা মত তথ্য।এছাড়া আছে Vertual Reality এঁর মজার সব ক্যান্ড ।৬৪৯ ডলার এ পাওয়া যাবে পিক্সেল-২ , ৬ ইঞ্চি পিক্সেল এঁর জন্য গুনতে হবে ৮৪৯ ডলার।


তবে, তার সঙ্গে ১৪৯ ডলার এঁর তারবিহীন হেড ফোন নতুন এক অভিজ্ঞতা দিবে গুগল প্রেমিকদের।এটি আপনাকে জানিয়ে দিবে ফোন আসা কল , বিভিন্ন খবরাখবর, শোনা যাবে সংগিত ও ।
তবে সবথেকে আকর্ষণীও বিষয় এই যে, এটি কাজ করবে দোভাষী হিসেবে। গুগল translator এঁর মাধ্যমে ৪০ টি ভাষা সহজেই অনুবাদ করতে পারবে।
আরও তিনটি ডিভাইস এনেছে গুগল , তার মধ্যে খুব ছোট আকৃতির ক্যামেরা, এটি নিজে নিজে আপনার ঘরের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি বা ভিডিও ধারন করে পাঠিয়ে দিবে ফোন এ । 
এসেছে গুগল সংস্করণ নতুন হোম মিনি আর স্পিকার হোম মাক্স।
অ্যাপেল এঁর মত পিসি এঁর বাজার দখল এ নিতে চায় গুগল , তাদের নতুন ল্যাপটপ পিক্সেল বুক । এটিকে ৩৬০ ডিগ্রি ঘুরানো যাই। ল্যাপটপ কে যুক্ত করা যাবে পিক্সেল ফোন এঁর সাথে। ১২ ইঞ্চি পর্দার ডিসপ্লে নতুন ল্যাপটপটির দাম পরবে ৯৯৯ ডলার। আর স্টাইল পেন এঁর জন্য গুনতে হবে ৯৯ ডলার অতিরিক্ত।।