লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

ওয়াইফাই এর জাইগায় এখন ইন্টারনেট সেবা দিবে - লাই-ফাই!!

এখন থেকে ওয়াই- ফাইয়ের চেয়ে ১০০ গুণ বেশি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেবে নতুন প্রযুক্তি লাই-ফাই । লাই-ফাই নামের এই প্রযুক্তির মাধ্যমে গিগাবাইট পার সেকেন্ড গতির ইন্টারনেট সেবা দেওয়া যাবে সহজেই। 

লাই-ফাই কি? 

লাই-ফাই এঁর পূর্ণরূপ  Light Fidelity। LiFi একাধিক হালকা বাল্ব দ্বারা গঠিত হয় যা একটি বেতার নেটওয়ার্ক তৈরি করে, একে ড্যাসাল নেটওয়ার্কিং বলে।
লাই-ফাই কীভাবে কাজ করে?
লিফি আলোকে তীব্রতা নির্ণয় করে তথ্য প্রেরণ করতে দেয়, যা একটি ছবির সংবেদনশীল সংবেদক দ্বারা প্রাপ্ত হয়।আলোর সংকেত ব্যবহার করে বৈদ্যুতিন রূপে মডুলেশন হয়। এই মডুলেশনটি এমনভাবে সঞ্চালিত হয় যে এটি মানুষের চোখকে রক্ষা করে।ওয়াই-ফাইয়ের মতো এটি দেয়ালের ওপারে ডাটা পাঠাতে পারে না। এর কারণ লাই- ফাই আলোর মাধ্যমে তথ্য প্রেরণ করে থাকে। তাই আবদ্ধ জায়গাতে সীমাবদ্ধ থাকবে এর সিগন্যাল।

লাই-ফাই সুবিধাঃ

এটি ওয়াইফাই থেকে নিরাপদ ঃ লাই-ফাইয়ের সংযোগ ওয়াই-ফাইয়ের চেয়ে অনেক বেশি নিরাপদ। পাসওয়ার্ড চুরি করে আর কেউ সেটা ব্যবহার করতে পারবে না।
ঘরে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যুগান্তকারী প্রযুক্তি হতে পারে লাই-ফাই। ভবিষ্যতে হয়তো দেখা যাবে, বাসায় ব্যবহৃত এলইডি লাইট একইসঙ্গে ঘরকে আলোকিত এবং ঘরের ভেতরে লোকাল নেটওয়ার্ক তৈরিতে অবদান রাখছে।