লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

স্টিভ জবস এর কিছু অজানা তথ্য পর্ব -২

  যাকে বলা  হয় পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেটর । প্রথম কম্পিউটার এনিমেটেড
 ফিল্ম “টয় স্টোরি” শুরু হয় যার হাত ধরে। হ্যাঁ ঠিক ধরেছেন  আমি পিক্সার কোম্পানির নাম বলছি । 

আজকে আমরা তার সম্পর্কে কিছু তথ্য জানবো 

পৃথিবীর সর্বকালের সেরা উদ্যোক্তাদের তালিকায় স্টিভ জবসের নামটি একদম প্রথম দিকে থাকবে। তথ্য-প্রযুক্তি বিপ্লবের একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে তাঁর অবদান বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে সবসময়।


১। স্টিভ জবসের মূল বাবা ও মা ছিল যথাক্রমে সিরিয় ও মার্কিন। জন্মের পরপরই তাকে দত্তক দিয়ে দেওয়া হয়।
২। জবসের পালিত বাবা ও মায়ের নাম পল জবস ও ক্লারা জবস।
৩। অ্যাপলের সহনির্মাতা ওজনিয়াকের সাথে জবসের দেখা হয় হাইস্কুলে। ওজনিয়াকের বয়স তখন ১৮ ও জবসের ১৩।
৪। স্টিভ জবস মাছ খেলেও মাংস খেতেন না।
৫। হাই স্কুলে জবসের জিপিও ছিল মাত্র ২.৬৫।
৬। মাত্র এক সেমিস্টারের পরই তিনি কলেজের পড়াশুনা বাদ দিয়ে দেন।
৭। কলেজ ছাড়ার পর আর্থিক সঙ্কটে পড়লে তিনি সাত মাইল হেঁটে একটি মন্দিরে গিয়ে খাবার খেয়ে আসতেন।
৮। ১৯৮৬ সালে তার নিজের তৈরি প্রতিষ্ঠান অ্যাপল থেকে তাকে বের হয়ে যেতে হয় কিন্তু পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি আবারও অ্যাপলে যোগদান করে প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচান।
৯। জবস প্রোগ্রামিং কোড জানতেন না।
১০। ২০০৩ সালে তার প্যানক্রিয়াসে ক্যানসার ধরা পড়ে। অনেকের ধরণা, সাথে সাথে অপারেশন করা হলে তিনি ২০১১ সালে মারা যেতেন না।
 স্টিভ জবসের সেই বিখ্যাত ভাষণ পার্ট- ১ পড়তে ভিসিট করুন এখানে